বিপিএল ২০২৫
ওভারে সাত ছক্কা হাঁকানো আফগান ব্যাটার খেলবেন রংপুরে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ০৪:৩৪ পিএম
সাদিকউল্লাহ আতাল/সংগৃহীত
আফগানিস্তান ক্রিকেট স্বল্প সময়ে বেশকিছু মারকুটে ওপেনার দিয়েছে ক্রিকেট দুনিয়াকে। মোহাম্মদ শেহজাদ, হজরতরুল্লাহ জাজাইদের পথ ধরে এবার আলোচনায় এসেছেন আফগান ওপেনার সাদিকউল্লাহ আতাল। এই বিস্ফোরক ওপেনারকে দলভুক্ত করেছে বিপিএলের দল রংপুর রাইডার্স।
আফগানিস্তানের ঘরোয়া ক্রিকেটে ওভারে সাত ছক্কা হাঁকিয়ে প্রথম আলোচনায় আসেন সাদিকউল্লাহ। সম্প্রতি ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে অপরাজিত ৯৫ রানের ইনিংস খেলে আফগানদের জয় এনে দিয়েছিলেন তিনি।
সে পারফরম্যান্সের সুবাদে নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের ওয়ানডে দলে ডাক পেয়েছেন সাদিকউল্লাহ।
আগামী ২৭ ডিসেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের পর্দা উঠছে। ইতোমধ্যে সাত ফ্র্যাঞ্চাইজি প্লেয়ার্স ড্রাফট থেকে পছন্দমতো দল সাজিয়েছে। তবে এখনও সরাসরি চুক্তিতে দল ভারি করার সুযোগ রয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে সাদিকউল্লাহকে দলে ভেড়াল রংপুর রাইডার্স।
সাদিকউল্লাহকে সাইন করে দলটি ফেসবুকে লিখেছে, ‘রংপুর রাইডার্স পরিবারে স্বাগতম! সামনে অপেক্ষা করছে রোমাঞ্চকর এক মৌসুম!’