৭ শিশুকে যৌন হয়রানির অভিযোগ বেসবল কোচের বিরুদ্ধে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ০৩:৩২ পিএম
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ব্রুকলিনের একটি প্রাইভেট স্কুলে সাবেক বেসবল কোচ নিকোলাস মর্টনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ১২ বছরের কম বয়সি সাত ছেলে শিশুকে যৌন নিপীড়নের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ তার বিরুদ্ধে।
অভিযোগে বলা হয়েছে, কোচ মর্টন তার বিরুদ্ধে মুখ খুললে বেসবল দল থেকে ছেলেদের বের করে দেওয়ার হুমকি দিয়েছিলেন। সে কোচ থাকাকালে ১৩ বছরের কম বয়সি একটি শিশুর সঙ্গে যৌন অসদাচরণ করেছেন। এবং তার বিরুদ্ধে জোরপূর্বক বাচ্চাদের অন্তরঙ্গ অংশ স্পর্শ করার অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে, ব্রুকলিন জেলা অ্যাটর্নির স্পেশাল ভিকটিমস ব্যুরো গুয়েন বার্নসের সূত্রে বলেছে, ১২ থেকে ১৪ বছর বয়সী ছেলেরা মর্টনের কথিত দুঃখজনক আচরণে বিরক্ত হয়ে তাদের কোচকে নিয়ে মুখ খুলেছেন।
বার্নস শিশুদের সাহসিকতার কথা তুলে ধরে মর্টনের বিচারের সময় বিচারককে বলেন, ছেলেরা নিজেরা একে অপরের জন্য দাঁড়িয়েছে। যারা কিনা মর্টনের ব্যক্তিগত ভ্রমণ দল, এনওয়াইসি ফ্রিডম বেসবলেও খেলেছে। এদের মধ্যে এমন কয়েকজনও রয়েছেন যারা ১১ বছর বয়স থেকে তার কোচিংয়ে খেলছেন।
মর্টনের বিরুদ্ধে আরও অভিযোগ এনে বার্নস বলেন, ‘মর্টন যৌনতা, হস্তমৈথুন এবং অন্যান্য গ্রাফিক বিষয়গুলি সম্পর্কে কথা বলার মাধ্যমে তাদের তৈরি করেছিলেন। এটি এমন পর্যায়ে পৌঁছেছিল যে তিনি হুমকি দিতেন যে তারা তাকে লিঙ্গ না দেখালে তারা দল থাকবে না, এবং কখনও কখনও তিনি তাদের লিঙ্গ দেখার জন্য জোর করতেন।’
এসব অভিযোগের বিপরীতে মর্টনের আইনজীবী রবার্ট জিওর জামিন আবেদন না করে তার মক্কেলের পক্ষে যুক্তি দিয়ে বলেন, মর্টন একটি আইন প্রয়োগকারী পরিবার থেকে এসেছেন। কাজেই এমন কাজ করবে না তিনি। পরে আদালত পরবর্তী শুনানির জন্য ১৩ ডিসেম্বরকে ধার্য করে।