Logo
Logo
×

খেলা

চট্টগ্রাম টেস্টেও খেলা হচ্ছে না বাভুমার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ০৩:১৭ পিএম

চট্টগ্রাম টেস্টেও খেলা হচ্ছে না বাভুমার

টেম্বা বাভুমা

দক্ষিণ আফ্রিকা দলের সঙ্গে বাংলাদেশ সফরে এসেও প্রথম ম্যাচে মাঠে নামতে পারেননি অধিনায়ক টেম্বা বাভুমা। আগামী ২৯ অক্টোবর চট্টগ্রাম টেস্টে ফেরার কথা ছিল এই প্রোটিয়া অধিনায়কের। তবে এখন সম্ভব হচ্ছে না সেটিও। কনুইয়ের চোট কাটিয়ে এখনও সেরে উঠেতে পারেননি এই ব্যাটার। আগামী মাসে শ্রীলংকার বিপক্ষে হোম টেস্ট দিয়ে ফিরতে পারেন বাভুমা।

টেম্বা বাভুমার অনুপস্থিতেতে নেতৃত্বের ভার থাকছে এইডেন মার্করামের কাঁধেই। তার নেতৃত্বেই দীর্ঘ এক দশক পর উপমহাদেশে প্রথম টেস্ট জয়ের স্বাদ পেয়েছে প্রোটিয়রা। এখন লক্ষ্য বাংলাদেশকে হারিয়ে হোয়াইটওয়াশের স্বাদ নিয়ে দেশে ফেরা। সেই সঙ্গে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালের পথে এগিয়ে যাওয়া।

টেম্বা বাভুমার না থাকার বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকার টেস্ট কোচ শুকরি কনরাড বলেন, ‘আমরা শুধু চিকিৎসাগতভাবে অনুভব করছি যে সে দ্বিতীয় টেস্টের জন্য প্রস্তুত হবে না। আমরা তার পুনর্বাসন প্রোগ্রামটি চালিয়ে যাব যাতে সে শ্রীলংকা সিরিজের জন্য প্রস্তুত হতে পারে।’

বাভুমা কি এখন বাংলাদেশে থাকবেন না দেশে ফিরবেন তা জানিয়ে কনরাড বলেন, ‘আমি চাই সে বাংলাদেশে থাকুক। আমি তার সাথে যোগাযোগ করেছি। তবে আমি এটাও জানি তার একটি তরুণ পরিবার আছে। কিন্তু আমি তাকে থাকতে বলেছি। কারণ সে এখনও একটি মূল্যবান ভূমিকা পালন করে। এটি এখনও তার দল। আমরা দেখব কিভাবে এটি উন্মোচিত হয়।’

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা সিরিজ ২০২৪


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম