Logo
Logo
×

খেলা

বাবর ফিরবেন ‘কিং’ হয়ে, বিশ্বাস গিলেস্পির

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ০৩:০৪ পিএম

বাবর ফিরবেন ‘কিং’ হয়ে, বিশ্বাস গিলেস্পির

বাবর আজম

সময়ের সেরা ব্যাটসম্যান বাবর আজম ভুগছেন ভয়াবহ রান খরায়। সবশেষ ১৮ টেস্ট ইনিংসে নেই একটা ফিফটি। এই অবস্থায় স্কোয়াড থেকে বাদ পড়েছেন বাবর আজম। আসন্ন সাদা বলের সিরিজে বাবর থাকবেন কিনা; সেটা নিয়েও উঠেছে প্রশ্ন। তবে টেস্ট কোচ জেসন গিলেস্পির বিশ্বাস বাবর আবারও ফিরবেন কিং হয়ে। ব্যাট হাতে শাসন করবেন বিশ্ব ক্রিকেট।

বাবরের জায়গায় স্কোয়াডে সুযোগ পেয়েই বাজিমাত করেছেন কামরান গুলাম। অভিষেকেই সেঞ্চুরি হাঁকিয়েছেন এই ব্যাটার। পাকিস্তানকে লম্বা সময় পর টেস্ট জেতাতে রেখেছেন অগ্রণী ভূমিকা। এমন একজনকে বাদ দিয়ে বাবরের স্কোয়াডে ফেরা তাই কঠিনই এই মুহূর্তে। যা বুঝেন গিলেস্পিও।

বাবরের স্কোয়াডে ফেরা নিয়ে অস্ট্রেলিয়ান কিংবদন্তি বলেন, ‘আমি এই উত্তর দিতে পারব না কারণ আমি নির্বাচক নই। কিন্তু আমি যা বলব তা হল বাবর একজন ভালো খেলোয়াড়। আমি মনে করি সে বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। এবং হ্যাঁ, তার ব্যাক প্যাচ চলছে, সে রান পাচ্ছে না। কিন্তু আমি মনে করি না যে বিশ্বের দুর্দান্ত খেলোয়াড়ের কখনও ব্যাক প্যাচ ছিল না।’

বাবর আরও শক্তিশালী হয়ে তিন ফরম্যাটেই ফিরবেন বলেও আশাবাদ ব্যক্ত করেছেন গিলেস্পি। বলেন, ‘আমি খুব আত্মবিশ্বাসী যে বাবর সব ফরম্যাটেই পাকিস্তানের হয়ে অনেক রান করে ফিরে আসবে। সে খুব ভালো একজন খেলোয়াড়। সে তার খেলায় সত্যিই কঠোর পরিশ্রম করে। সে তার প্রস্তুতি নিয়ে এবং যা তার প্রয়োজন তা খুব ভালো জানে। আমি আশা করি সামনের কিছু সময়ের মধ্যে পাকিস্তানের জন্য একটি বিশাল ভূমিকা থাকবে বাবরের।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম