Logo
Logo
×

খেলা

ভিনির বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে গ্রেফতার ৪

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ১০:১২ এএম

ভিনির বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে গ্রেফতার ৪

ভিনিসিয়ুস জুনিয়র

মাঠে নেমে প্রায়শই বর্ণবাদী আচরণের শিকার হতে হয় রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রকে। ফের এমন বিদ্বেষমূলক আচরণের শিকার হয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। তবে এবার ভিনির বিরুদ্ধে ঘৃণামূলক প্রচারণার দায়ে চার ব্যক্তিতে গ্রেফতার করেছে স্পেনের পুলিশ।

ঘটনা গত ২৯ সেপ্টেম্বরের। মাদ্রিদ ডার্বিতে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে রিয়ালের ১–১ গোলে ড্র হওয় ম্যাচের আগে ভিনিসিয়ুসকে নিয়ে অনলাইনে ঘৃণাসূচক প্রচারণা চালায় ওই চার ব্যক্তি। যার প্রেক্ষিতে জড়িত ওই চার ব্যক্তিকে গ্রেফতার আবেদন করে লা লিগা কর্তৃপক্ষ। যা তদন্ত করে পরে বিষয়টির সত্যতা নিশ্চিত হওয়ার পর ওই চার ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদ্রিদ পুলিশ।

স্পেনের পুলিশ ইএসপিএনকে জানিয়েছে, গ্রেফতার হওয়া ব্যক্তিরা ‘সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ভক্তদের ওয়ান্দা মেত্রোপলিতানোয় গিয়ে অপমানসূচক ও বর্ণবাদী মন্তব্য করতে প্ররোচিত করেছিলেন।’ তাদের লক্ষ্য ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, ভক্তদের মাস্ক পরে যেতে বলা হয়েছিল যেন কেউ চিহ্নিত করতে না পারে। তবে বিবৃতিতে ভিনিসিয়ুসের নাম উল্লেখ করা হয়নি।

এ মাসের শুরুতে এই তদন্ত শুরু হয়। ১৪ ও ১৫ অক্টোবর ঘৃণাসূচক প্রচারণার দায়ে চার সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, যেহেতু এখনো তদন্ত চলছে, তাই আরও গ্রেফতারের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম