Logo
Logo
×

খেলা

চট্টগ্রাম টেস্টে বাদ তাসকিন, স্কোয়াডে খালেদ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ০৯:২৪ এএম

চট্টগ্রাম টেস্টে বাদ তাসকিন, স্কোয়াডে খালেদ

তাসকিন আহমেদ

মিরপুর টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। আগামী ২৯ অক্টোবর চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট ম্যাচটি তাই হয়ে উঠেছে সিরিজ হার এড়ানোর। এমন ম্যাচের আগে স্কোয়াডে পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ। তার জায়গায় স্কোয়াডে ডাকা হয়েছে খালেদ আহমেদকে।

তাসকিন অবশ্য জায়গা পাননি মিরপুর টেস্টের স্কোয়াডেও। তিন স্পিনার ও এক পেসার খেলিয়েছিল বাংলাদেশ। একমাত্র পেসার হিসেবে সেই টেস্টে খেলেছেন হাসান মাহমুদ। চট্টগ্রাম টেস্টেও তার ওপর আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। কেবল বাদ দেওয়া হয়েছে তাসকিনকে।

ঠিক কি কারণে বাদ দেওয়া হয়েছে তাসকিনকে। তা নিয়ে যখন উঠেছে প্রশ্ন। তখন জানা গেছে, তাসকিনকে বাদ নয় বরং বিশ্রাম দেওয়া হয়েছে। সামনে অনেক খেলা থাকায় দলের অন্যতম এই পেসারকে এই সিরিজের বাকি অংশে বিশ্রাম দেওয়া হয়েছে।

এর আগে, মিরপুরে দক্ষিণ আফ্রিকাকে প্রথম টেস্টে ১০৬ রানের টার্গেট দেয় বাংলাদেশ। যেই লক্ষ্য চতুর্থ দিনে ৮৮ মিনিটের মধ্যে টপকে যায় প্রোটিয়ারা।

দ্বিতীয় টেস্টের বাংলাদেশ দল

নাজমুল হোসেন (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, হাসান মুরাদ ও খালেদ আহমেদ।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা সিরিজ ২০২৪


আরও পড়ুন

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম