Logo
Logo
×

খেলা

দুঃসময়ে সবাইকে সাকিবের পাশে চাইলেন মিরাজ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ০৪:০৮ পিএম

দুঃসময়ে সবাইকে সাকিবের পাশে চাইলেন মিরাজ

সাকিব ও মিরাজ

মিরপুর টেস্ট শেষ হয়েছে। যেই টেস্ট ম্যাচটি হতে পারত সাকিব আল হাসানের বিদায়ী টেস্ট। তবে শেষ পর্যন্ত সেটি সম্ভব হয়নি তার নিরাপত্তার স্বার্থে। যা নিয়ে আক্ষেপ আছে অনেকেরই। মেহেদী হাসান মিরাজের কণ্ঠেও সেই আক্ষেপ ঝরে পড়েছে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে। সাকিবের এমন দুঃসময়ে সবাইকে এই তারকার পাশে চেয়েছেন মিরাজ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯৭ রানের একটা ইনিংস খেলেছেন মিরাজ। তাতে মান বেচেছে বাংলাদেশের। যেতে হয়নি ইনিংস ব্যবধানে হারের লজ্জার মধ্যে দিয়ে। সাকিবের ঘাটতি পুষিয়ে দিতে বাড়তি দায়িত্ব পালন করছেন মিরাজও। তাছাড়া লম্বা সময় ধরে মিরাজকে ভাবা হচ্ছে পরবর্তী সাকিব।

এ ব্যাপারে মিরাজ নিজে কি ভাবেন। তা জানিয়ে মিরাজ বলেন, ‘দেখুন একটা জিনিস কী। আপনারা সব সময় একটা কথা বলেন, সাকিব ভাইয়ের জায়গায় আমি। ব্যাটিংয়ে রানটা শুরু করেছি মাত্র ১-২ বছর। আপনি ধারাবাহিকভাবে রান করার ব্যাপারটা যদি দেখেন। সাকিব ভাই শুরু থেকে রান করেছেন। তাই সাকিব ভাইয়ের জায়গায় সাকিব ভাই। আমি আমার জায়গায়।’

সাকিবের বিদায়ী টেস্ট খেলতে না পারা প্রসঙ্গে মিরাজ বলেন, ‘তিনি (সাকিব) কেন আসতে পারেননি, খেলতে পারেননি, এটা আমরা সবাই জানি। তিনি একজন কিংবদন্তি খেলোয়াড়। বাংলাদেশের জন্য অনেক অর্জন করেছেন। সেটা অস্বীকার করতে পারব না। তবে একটা পরিস্থিতির মধ্য দিয়ে যেহেতু যাচ্ছেন, আমার মনে হয় তার পাশে সবার থাকা উচিত।’

২৪৬ উইকেট নিয়ে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারী সাকিব। এছাড়াও ২০০৬ থেকে শুরু করে আন্তর্জাতিক ক্রিকেটে অসংখ্য রেকর্ড নিজের নামে লিখিয়ে নিয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। সাকিবকে তাই প্রশংসায় ভাসিয়ে মিরাজ বলেন, ‘একটা জিনিস দেখুন, সাকিব ভাই বাংলাদেশের জন্য অনেক বড়  অর্জন করেছেন। প্রায় ১৭ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। তিনি একজন কিংবদন্তি খেলোয়াড়।’

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা সিরিজ ২০২৪


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম