Logo
Logo
×

খেলা

টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিশ্ব রেকর্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৪, ০৯:৩১ পিএম

টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিশ্ব রেকর্ড

টি-টোয়েন্টিতে দলীয় সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। গাম্বিয়ার বিপক্ষে ১২০ বলে ৩৪৪ রানের রেকর্ড গড়ে তারা। 

জিম্বাবুয়ের এই বিশ্ব রেকর্ড গড়ার ম্যাচে অগ্রণী ভূমিকা রাখেন অধিনায়ক সিকান্দার রাজা। তিনি মাত্র ৪৩ বল মোকাবেলা করে ১৫টি ছক্কা আর ৭টি বাউন্ডারির সাহায্যে ১৩৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন।

বুধবার নাইরোবিতে গাম্বিয়ার বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৪ উইকেটে ৩৪৪ রান করে জিম্বাবুয়ে। স্বীকৃত টি-টোয়েন্টিতে এটাই দলীয় সর্বোচ্চ স্কোর। 

রেকর্ড গড়ার পথে অগ্রণী ভূমিকা রাখেন অধিনায়ক সিকান্দার রাজা। ৩৩ বলে সেঞ্চুরি ছুঁয়ে ৪৩ বলে ১৫ ছক্কা ও ৭ চারে অপরাজিত ১৩৩ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া ঝড়ো ফিফটি করেন তিন জন।

গত বছরের সেপ্টেম্বরে চীনের হাংজুতে এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে ২০ ওভারে ৩১৪ রান করেছিল নেপাল।আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এতদিন সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল সেটিই। তাদের ছাড়িয়ে এবার নতুন বিশ্ব রেকর্ড গড়ল জিম্বাবুয়ে।

বিশাল লক্ষ্য তাড়ায় স্রেফ ৫৪ রানে গুটিয়ে যায় গাম্বিয়া। জিম্বাবুয়ে পায় ২৯০ রানের জয়।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রানের হিসাবে সবচেয়ে বড় জয় এটি। মঙ্গোলিয়ার বিপক্ষে নেপালের ২৭৩ রানে জয় ছিল আগের রেকর্ড।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম