ভারতকে হারিয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৪, ০৮:২৩ পিএম
গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে উঠে গেল বাংলাদেশ। হারলেও শেষ চারে উঠেছে ভারত, ‘এ’ গ্রুপ থেকে বাদ পড়ে পাকিস্তান।
বুধবার নেপালের কাঠমণ্ডুর দশরথ স্টেডিয়ামে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। এক ড্র ও এক জয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে শেষ চারে উঠল তারা।
গত সাফেও ভারতের বিপক্ষে দাপুটে জয় পায় বাংলাদেশ, গ্রুপ পর্বে তাদেরকে হারিয়েছিল ৩-০ ব্যবধানে।
ভারতের বিপক্ষে লাল-সবুজের মেয়েদের দাপুটে জয়ে উচ্ছ্বসিত আয়োজক নেপালের সমর্থকরাও। নারী সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করতে কাল ড্র করলেই চলত বর্তমান চ্যাম্পিয়নদের। কিন্তু সে পথে হাঁটেননি সাবিনা খাতুনরা।
পাকিস্তানের সঙ্গে ড্র করার পর সিনিয়র কয়েকজনকে একাদশে না রাখায় খোদ কোচের সামলোচনা করেছিলেন মনিকা চাকমা। এ নিয়ে গত দু’দিন ঝড় বয়ে লাল-সবুজ শিবিরে। তবে এক ম্যাচেই সব আলোচনা-সমালোচনা উড়িয়ে দিলেন তহুরা, আফঈদা খাতুনরা। সিনিয়ররা ফিরলেন, জিতল বাংলাদেশ।
২৭ অক্টোবর বি-গ্রুপের রানার্সআপ (নেপাল বা ভূটান) দলের সঙ্গে সেমিফাইনালে লড়বেন সাবিনারা।
ভারতের বিপক্ষে দুই সিনিয়র ফুটবলার মারিয়া মান্দা ও মাসুরা পারভীনকে একাদশে ফেরান ব্রিটিশ কোচ পিটার জেমস বাটলার। এছাড়া ৮২ মিনিটে দুই গোল করা তহুরা খাতুনের জায়গায় নামেন কৃষ্ণা। বদলি হিসাবে নামেন কৃষ্ণা রানী সরকার।
ম্যাচের শুরু থেকেই ঐক্যবদ্ধ ও বদলে যাওয়া এক বাংলাদেশকে দেখা যায়। ২৮ মিনিটের মধ্যে দুই গোল করে ভারতকে ম্যাচ থেকে ছিটকে দেয় বাংলাদেশ।
১৮ মিনিটে ডান প্রান্ত দিয়ে বল হাওয়ায় ভাসিয়ে দেন আফঈদা খন্দকার। বল ভাসতে ভাসতে জালে প্রবেশ করে (১-০)। ২৮ মিনিটে ঋতুপর্ণার ক্রসে বারের খুব কাছে থাকা তহুরার শরীর স্পর্শ করে বল জালে জড়িয়ে যায় (২-০)।
৪২ মিনিটে শামসুন্নাহার জুনিয়রের ক্রসে উড়ে আসা বলে পা ছুঁইয়ে দেন তহুরা (৩-০)। পরের মিনিটেই রুপনা চাকমার হাত থেকে ফসকে যাওয়া বল ধরে বালা দেবীর গোলে ব্যবধান কমায় ভারত (১-৩)। এরপর আর কোনো দল গোলের দেখা না পাওয়ায় জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।