টেস্ট র্যাংকিংয়ে তারকা ব্যাটসম্যান বিরাট কোহলিকে ছাড়িয়ে গেলেন ঋষভ পন্থ। বেঙ্গালুরুতে তার পারফরম্যান্সের ছাপ পড়েছে টেস্ট ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে। তিন ধাপ এগিয়ে ছয় নম্বরে জায়গা করে নিয়েছেন বাঁহাতি এই উইকেটকিপার ব্যাটসম্যান।
পুরুষ ক্রিকেটারদের র্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ বুধবার প্রকাশ করেছে আইসিসি। টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে পন্থ টপকে গেছেন কোহলিকে। ভারতীয় এই মহাতারকার অবস্থান এখন অষ্টম।
কিউইদের বিপক্ষে বেঙ্গালুরুতে ৮ উইকেটে হারে ভারত। ওই ম্যাচের দুই ইনিংসে যথাক্রমে ২০ ও ৯৯ রান করেন পন্থ। গাড়ি দুর্ঘটনায় দীর্ঘ এক বছরের বেশি সময় মাঠের বাইরে থেকে ফেরার পর এটি তার তৃতীয় টেস্ট ম্যাচ। এই সংস্করণে তার ক্যারিয়ার সেরা র্যাংকিংয়ে পঞ্চম।
টেস্ট ব্যাটসম্যানদের শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের জো রুট। দুইয়ে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। একধাপ নিচে নেমে তিনে ইংলিশ মিডল অর্ডার ব্যাটসম্যান হ্যারি ব্রুক। আগের মতোই চার ও পাঁচে ভারতের ইয়াশাসভি জায়সওয়াল ও অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ।
মুলতানে ইংল্যান্ডকে ১৫২ রানে হারানোর পথে ব্যাট হাতে আলো ছড়ান সালমান আলি আগা। ৮ ধাপ এগিয়ে ১৪ নম্বরে আছেন তিনি। পাকিস্তানের ব্যাটসম্যানদের মধ্যে তার ওপরে নেই কেউ। সেঞ্চুরি করা ইংলিশ ওপেনার বেন ডাকেট (১১তম) ৩ ধাপ উন্নতি করেছেন।
ভারতে ৩৬ বছর পর নিউজিল্যান্ডের টেস্ট জয়ের নায়ক রাচিন রভিন্দ্র ১৩৪ রানের চমৎকার ইনিংস খেলেন। র্যাংকিংয়ে ৩৬ ধাপ এগিয়ে ১৮তম স্থানে উঠে এসেছেন। ডেভন কনওয়ের ১২ ধাপ এগিয়ে আছেন ৩৬তম স্থানে।
টেস্ট বোলারদের মধ্যে প্রথম পাঁচ স্থানে আসেনি কোনো পরিবর্তন। যথারীতি সবার ওপরে ভারতের জসপ্রিত বুমরাহ।
ভারতের বিপক্ষে ৮ উইকেট নিয়ে দুই ধাপ এগিয়ে নবম স্থানে উঠেছেন নিউজিল্যান্ড পেসার ম্যাট হেনরি। ৭ উইকেট নেওয়া তার সতীর্থ উইল ও’রোকেরও উন্নতি দুই ধাপ।
পাকিস্তানের সাজিদ খান এগিয়েছেন ২২ ধাপ, আছেন ৫০তম স্থানে। এই অফ স্পিনার ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে মোট ৯ উইকেট নিয়েছেন। ১১ উইকেট নেওয়া বাঁহাতি স্পিনার নোমান আলির অবস্থান ১৭তম।
টেস্ট অলরাউন্ডারদের মধ্যে সবার ওপরে রবিন্দ্র জাদেজা।