Logo
Logo
×

খেলা

সেই সাদিকউল্লাহকে নিয়ে বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা আফগানিস্তানের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ০৯:১৬ পিএম

সেই সাদিকউল্লাহকে নিয়ে বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা আফগানিস্তানের

ছবি: সংগৃহীত

ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ ‘এ’ দলকে হারানোয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন আফগান ব্যাটার সাদিকউল্লাহ। দলের অন্য ব্যাটাররা মুখ থুবড়ে পড়লেও ৯৫ রানের লড়াকু ইনিংস খেলে নজর কাড়েন এই ব্যাটার। তাকে রেখেই মঙ্গলবার (২২ অক্টোবর) বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডের দল ঘোষণা করেছে আফগানিস্তান।

এই সিরিজ দিয়ে ওয়ানডে অভিষেক হতে পারে সাদিকউল্লাহর। এছাড়া ১৯ সদস্যের দলে ফেরানো হয়েছে স্পিনার নুর আহমদকে।

গত মাসে শারজায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জেতা আফগান দলের বাকি সবাই আছেন এই সিরিজেও। তবে চোটের কারণে প্রোটিয়াদের বিপক্ষে খেলতে না পারা ওপেনার ইব্রাহিম জাদরান ও স্পিনার মুজিব উর রহমানকে এই সিজিজেও পাচ্ছে না আফগানিস্তান।

আগামী ৬ নভেম্বর শারজাহতে হবে প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে ৯ ও ১১ নভেম্বর হবে পরের দুই ওয়ানডে-ও।

আফগানিস্তান দল

হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), রহমত শাহ, রহমানউল্লাহ গুরবাজ, ইকরাম আলিখিল, আবদুল মালিক, রিয়াজ হাসান, সাদিকউল্লাহ আতাল, দারউইশ রাসোলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, রশিদ খান, নানগেয়ালিয়া খারোটে, আল্লাহ মোহাম্মদ ঘাজানফার, নুর আহমদ, ফজল হক ফারুকী, বিলাল সামি, নাভিদ জাদরান, ফরিদ আহমদ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম