ছবি: সংগৃহীত
ইমার্জিং এশিয়া কাপে হোঁচট খেল বাংলাদেশ ‘এ’ দল। হংকংয়ের বিপক্ষে জয়ের পর হারের মুখ দেখতে হয়েছে আফগানিস্তানের কাছে। গ্রুপ ‘এ’তে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানদের কাছে ৪ উইকেটে হেরেছে আকবর আলীর দল।
ওমানের আল আমেরাত ক্রিকেট মাঠে টস হেরে আগে ব্যাট করতে হয় বাংলাদেশকে। নির্ধারিত ২০ ওভারে ইমনের ফিফটি এবং হৃদয়-শামিমের কার্যকরী দুই ইনিংসে ৪ উইকেট হারিয়ে ১৬৪ রান পর্যন্ত পৌঁছায় বাংলাদেশ দল।
ইনিংস ওপেন করতে নেমে শুরুতেই সাজঘরের পথ ধরেন জিশান আলম। ৭ বল খেলে ৪ রানের বেশি করতে পারেননি তিনি। তবে অন্য ওপেনার পারভেজ ইমন দারুণ ছন্দে ছিলেন। ৩২ বলে সমান চারটি করে চার-ছক্কায় ৩২ বলে ৫৪ রান করেছেন তিনি।
দুই মিডল অর্ডার ব্যাটার সাইফ হাসান (১৬) ও আকবর আলী (৪) দ্রুত ফিরলে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। তবে পঞ্চম উইকেটে তাওহিদ হৃদয় ও শামিম হোসেনের ৪৫ বলে ৭০ রানের অবিচ্ছেদ্য জুটিতে শেষ পর্যন্ত লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ।
হৃদয় ৪২ রানে অপরাজিত ছিলেন, ৩৮ রান এসেছে শামিমের ব্যাটে।
১৬৫ রান তাড়া করতে নামা আফগানিস্তানের হয়ে একাই লড়াই করেন সাদিকউল্লাহ আতাল। ইনিংস শুরু করতে নেমে দুর্দান্ত এক লড়াকু ইনিংস খেলেছেন তিনি। দলের অন্য ব্যাটারদের কাছ থেকে তেমন সাহায্য না পেলেও একাকী লড়াই করে শেষ পর্যন্ত দলকে জয়ের বন্দরে নিয়ে যান ২৩ বছর বয়সি এই তরুণ।
ইনিংসের শেষ ওভারে জয়ের জন্য ৬ রান প্রয়োজন ছিল আফগানিস্তানের। আবু হায়দার রনির করা সেই ওভারের প্রথম বলেই বিশাল এক ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করেন সাদিকউল্লাহ। ৯ চার ও ৫ ছক্কায় ৯৫ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন তিনি।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট পান রিপন মণ্ডল ও আলিস আল ইসলাম।