বাফুফে
একগাদা অভিযোগ দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তরফদার রুহুল আমিন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪, ০৮:৫২ পিএম
তরফদার রুহুল আমিন/ফাইল ছবি
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি হওয়ার স্বপ্ন ছিল তরফদার রুহুল আমিনের। দীর্ঘ সময় ধরে সভাপতি পদে নির্বাচন করার ইচ্ছে পোষণ করছিলেন তিনি।
বর্তমান বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন আগামী নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দেওয়ার পরদিনই এই পদে নির্বাচন করার সিদ্ধান্ত জানান তিনি।
পরে সভাপতি নয়, বরং সিনিয়র সহ-সভাপতি পদের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন তরফদার রুহুল আমিন। তবে শেষ পর্যন্ত এই পদেও নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বাফুফে সূত্রে জানা গেছে, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পাঁচটি কারণ দেখিয়ে নির্বাচন সরে দাঁড়ানোর আবেদন করেছেন তরফদার। এর মধ্যে ফিফা থেকে নিষিদ্ধ আবু নাইম সোহাগের স্বাক্ষর করা নির্বাচন বিধি ও নির্বাচন কমিশনের পক্ষপাতসহ আরও তিনটি কারণ রয়েছে।
আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে এবারের বাফুফে নির্বাচন। এতে ১৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।