Logo
Logo
×

খেলা

ভারতকে উড়িয়ে দেওয়ার সুযোগ নিউজিল্যান্ডের সামনে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৪, ০৭:১৯ পিএম

ভারতকে উড়িয়ে দেওয়ার সুযোগ নিউজিল্যান্ডের সামনে

ছবি: সংগৃহীত

বাংলাদেশকে দুই টেস্টের সিরিজে উড়িয়ে দিলেও কিউইদের সঙ্গে পেরে উঠছে না ভারত। তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে তাদের হারানোর দ্বারপ্রান্তে নিউজিল্যান্ড। শেষদিনে ১০৭ রান করলেই জয়ের দেখা পেয়ে যাবে কিউইরা।

বেঙ্গালুরু টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানে অলআউট হয়ে যায় ভারত। রাচিন রবীন্দ্রের (১৩৪) সেঞ্চুরিতে নিজেদের প্রথম ইনিংসে ৪০২ রান পর্যন্ত পৌঁছায় কিউইরা। ৯১ রান করেন ডেভন কনওয়ে।

৩৫৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ভারতীয়রা। সরফরাজ খান (১৫০) এবং রিশাভ পান্তের (৯৯) দুর্দান্ত ব্যাটিংয়ে ৪৬২ রান স্কোরবোর্ডে জমা করে স্বাগতিকরা। বিরাট কোহলির ব্যাটে আসে ৭০ রান।

তবে দ্বিতীয় ইনিংসে এত রান করার পরও ভারত কিউইদের বড় লক্ষ্য দিতে পারল কই! শেষদিনে জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১০৭ রান।

চতুর্থ দিনের শেষবেলায় মাত্র ৪ বল খেলে রানের খাতা খোলার আগেই দিনের খেলা শেষের ঘোষণা দেন আম্পায়াররা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম