Logo
Logo
×

খেলা

নাসুমের সঙ্গে অসদাচরণের অভিযোগ নিয়ে সাফাই দিলেন হাথুরু

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৪, ০৮:২৬ পিএম

নাসুমের সঙ্গে অসদাচরণের অভিযোগ নিয়ে সাফাই দিলেন হাথুরু

চণ্ডিকা হাথুরুসিংহে ও নাসুম আহমেদ

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত কোচ নিঃসন্দেহে চণ্ডিকা হাথুরুসিংহে। দুই মেয়াদে জাতীয় দলের কোচিং করিয়েছেন তিনি। তাকে নিয়ে বিস্তর অভিযোগ থাকলেও ‘অজ্ঞাত’ কারণে নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বোর্ড তার বিরুদ্ধে কখনোই কোনো ব্যবস্থা নেয়নি।

হাথুরুসিংহের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর মধ্যে ছিল, জাতীয় দলের ক্রিকেটারের সঙ্গে বিদেশ সফরের সময় অসদাচরণ ও আচরণবিধি লঙ্ঘন। ফারুক আহমেদের নেতৃত্বাধীন নতুন চেহারার বোর্ড অবশেষে বাংলাদেশ ক্রিকেট থেকে হাথুরুসিংহেকে হটাতে সক্ষম হয়েছে। তাকে বরখাস্ত করে দ্রুতগতিতে নতুন কোচ ফিল সিমন্সকে নিয়োগও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) হাথুরুসিংহের সঙ্গে বিসিবির চুক্তি আনুষ্ঠানিকভাবে বাতিল হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) আত্মপক্ষ সমর্থনে দীর্ঘ এক বিবৃতি দিয়েছেন এই লংকান কোচ।

বিবৃতির শুরুতেই জাতীয় দলের স্পিনার নাসুম আহমেদের সঙ্গে অসদাচরণের প্রসঙ্গে নিজের পক্ষ তুলে ধরেন হাথুরুসিংহে। নাসুমের নাম উল্লেখ না করে তিনি বলেন, ‘প্রথমত, অভিযুক্ত ঘটনাটি খেলোয়াড়দের ডাগআউট বা ড্রেসিংরুমে ঘটেছিল, যেখানে বিশ্বকাপের ম্যাচ চলাকালে সার্বক্ষণিক নজরদারি থাকে। খেলার প্রতিটি মুহূর্ত সঙ্গে সঙ্গে ধারণ করে ৪০ থেকে ৫০টিরও বেশি ক্যামেরা। আমি অভিযোগকারীকে যাচাই করার সুযোগ পাইনি বা কোনও সাক্ষীও পাইনি, আদৌ যদি থেকে থাকে।’

হাথুরুসিংহে যোগ করেন, ‘ঘটনাটি যতটা গুরুতর হিসেবে দাবি করা হয়েছে, আশ্চর্যের ব্যাপার যে সংশ্লিষ্ট খেলোয়াড় ওই ইভেন্টের (ওয়ানডে বিশ্বকাপ) পরে দ্রুততম সময়ে টিম ম্যানেজার বা কোনো কর্তৃপক্ষকে ঘটনাটি জানায়নি। যদি অভিযোগ করাও হয়, আমি বিস্মিত যে কেন আমাকে প্রশ্ন করা হয়নি কিংবা আমার কাছ থেকে কিছু জানতে চায়নি। প্রশ্ন উঠছে, কেন এটি কয়েক মাস পরে ইউটিউবে একজন ব্যক্তির মাধ্যমে প্রকাশিত হলো?’

উল্লেখ্য, ভারতে অনুষ্ঠেয় ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ চলাকালে নাসুমের সঙ্গে হাথুরুর অসদাচরণের অভিযোগ উঠেছিল। সে বিশ্বকাপের পর এই ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা হলেও তৎকালীন বোর্ড সভাপতিসহ শীর্ষ কর্তারা গুরুতর এ বিষয়টি একপ্রকার এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম