‘ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে হাসাহাসি করে আইসিসির লোকেরা’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৪, ০৪:০০ পিএম
ভারত-পাকিস্তান
ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। যেই ম্যাচটি দেখতে অপেক্ষার প্রহর গুণে গোটা বিশ্বের ক্রিকেট প্রেমীরা। তবে সাম্প্রতিক সময়ে দু’দলের মাঠের লড়াই এখন আর আগের মতো রঙ ছড়ায় না। অনেকটা একপেশে ভাবে প্রতিবারই জয় তুলে নেয় ভারত। তেমন প্রতিদ্বন্দ্বিতাই করতে পারে না পাকিস্তান। যা দেখে আইসিসির লোকেরা হাসাহাসি করে। সম্প্রতি এমন মন্তব্য করেছেন পাকিস্তানের নির্বাচক আকিব জাভেদ।
সাম্প্রতিক সময়ে ক্রিকেটে দুঃসময় পার করছে পাকিস্তান। ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির পর টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে বিদায় নিয়েছে দলটি। এরপর দলের কোচ থেকে শুরু করে অনেক কিছুতেই বদল আসলেও পাকিস্তানের দুঃসময় কাটেনি। পাকিস্তানের এমন অবস্থা থেকে আকিব জাভেদের কাছে হতাশা প্রকাশ করেছেন ভারতের কোচ গৌতম গম্ভীর। যা নিয়েই এবার কথা বলেছেন আকিব।
গম্ভীরের সঙ্গে নিজের কথোপকথন হয়েছে জানিয়ে আকিব বলেন, ‘গম্ভীর আমাকে জিজ্ঞেস করেছিল, ‘এত প্রতিভা থাকা সত্ত্বেও পাকিস্তান ক্রিকেটের কী হয়েছে? কী হচ্ছে?’
পাকিস্তানকে ১৮৫টি ম্যাচে প্রতিনিধিত্ব করা আকিব আরও বলেন, ‘তিনি (গম্ভীর) দুঃখিত কারণ ভারত-পাকিস্তান ম্যাচ সবচেয়ে বড় রোমাঞ্চ দেয়। আর পাকিস্তান দলের পতন অব্যাহত থাকলে, ক্রিকেটের অন্যতম বড় লড়াই তার আকর্ষণ হারাবে। আইসিসির লোকেরা এটি নিয়ে হাসাহাসি করে।’
দলের এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে পাকিস্তান ক্রিকেট বোর্ড একটি নতুন নির্বাচক কমিটি নিয়োগ করেছে, যার সংখ্যা সাত থেকে পাঁচ সদস্যে কমিয়েছে। সাবেক পেসার আকিব জাভেদের নেতৃত্বে গঠিত কমিটিতে আলিম দার, আজহার আলী, আসাদ শফিক এবং হাসান চিমা রয়েছেন। এছাড়াও, দল নির্বাচনের ভোট প্রক্রিয়া থেকে অধিনায়ক ও প্রধান কোচকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন অপেক্ষা উন্নতির।