Logo
Logo
×

খেলা

৪৬ রানে অলআউট হয়ে নিজের কাঁধে দায় নিলেন রোহিত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৪, ১০:০২ এএম

৪৬ রানে অলআউট হয়ে নিজের কাঁধে দায় নিলেন রোহিত

রোহিত শর্মা

কদিন আগে বাংলাদেশকে নাকানিচুবানি খাওয়ানো ভারত এবার নিজেরাই নাকানিচুবানি খেয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে। বেঙ্গালুরু টেস্টে সফরকারীদের বিপক্ষে প্রথম ইনিংসে রোহিত শর্মার দল গুটিয়ে গেছে মাত্র ৪৬ রানে। দেশের মাটিতে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার লজ্জার রেকর্ড গড়েছে। এমন হারে প্রশ্ন উঠেছে অনেক। তবে এসব না খুঁজে নিজের কাঁধেই দায় নিয়েছেন রোহিত।

বেঙ্গালুরুতে প্রথম দিন বৃষ্টিতে ভেসে যাওয়ায় দ্বিতীয় দিনে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত। আর সেই সিদ্ধান্তকেই বড় ভুল মানছেন রোহিত। বলেন, ‘এই পিচে পেসাররা সাহায্য পেয়েছে। আমরা বুঝতে পারিনি যে এমনটা হতে পারে। ভেবেছিলাম প্রথম সেশনের পর পেসাররা সাহায্য পাবে না। পিচে ঘাসও ছিল না বেশি। তাতেও আমরা মাত্র ৪৬ রানে আউট হয়ে গিয়েছি। আমাদের যে শট নির্বাচন ঠিক ছিল না এটা বোঝাই যাচ্ছে। খুব খারাপ একটা দিন গেল। অনেক সময় কিছু একটা করার ইচ্ছা থাকলেও আপনি করতে পারেন না। আজ সে রকমই একটা দিন।’

টসের সিদ্ধান্ত নিয়ে রোহিত বলেন, ‘আমিই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমাদের পিচ বুঝতে ভুল হয়েছে। ভেবেছিলাম পাটা উইকেট হবে। ভাল করে পিচ পড়তে পারিনি। অধিনায়ক হিসাবে ৪৬ রানের স্কোরটা দেখতেও খারাপ লাগছে। কারণ টসে আমিই গিয়েছিলাম। তবে বছরে একবার-দু’বার খারাপ সিদ্ধান্ত নিলে এত চাপে পড়ার কিছু নেই। পিচ সাদামাটা হবে ভেবেই কুলদীপকে (যাদব) নেওয়া হয়েছিল, কারণ ফ্ল্যাট পিচে সে উইকেট নিতে দক্ষ।’

ভারতকে মাত্র ৪৬ রানে গুটিয়ে দিয়ে দ্বিতীয় দিনে নিউজিল্যান্ড ৩ উইকেটে ১৮০ রান তুলেছে। নিউজিল্যান্ডের লিড ১৩৪ রানের। এখনও সাত উইকেট হাতে থাকায় এই লিড কোথায় গিয়ে থাকে কিউইরা। আর সেটা কীভাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে মোকাবেলা করে স্বাগতিক ভারত সেটাই এখন দেখার।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম