ছবি: সংগৃহীত
মুলতান টেস্টের দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে ভোগাচ্ছে তাদেরই বংশোদ্ভূত ইংলিশ স্পিনার শোয়েব বশির। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা প্রথম তিন উইকেট তুলে নিয়েছেন বশির। ৪৩ রানেই সাজঘরের পথ ধরিয়েছেন তিন ব্যাটারকে।
শেষ খবর পাওয়া পর্যন্ত মুলতানে ঘুরে দাঁড়ানোর টেস্টে পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ১১৪। উইকেটে আছেন সৌদ শাকিল। পাকিস্তানের লিড ১৮৯ রানের।
তৃতীয় দিনে ব্যাট করতে নামা ইংল্যান্ড এদিন খুব একটা সুবিধা করতে পারেনি। পাকিস্তানের ৩৬৬ রানের জবাবে সফরকারীদের প্রথম ইনিংস থামে ২৯১ রানে। একাই ৭ উইকেট তুলেছেন সাজিদ খান। বাকি তিন উইকেট তুলেছেন নোমান আলী।
এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শোয়েব বশিরের তোপের মুখে পড়ে পাকিস্তান। ৪৩ রানেই হারিয়ে বসে তিন টপ অর্ডার ব্যাটারকে। এরপর শুরুর ধাক্কা সামলে নিচ্ছিলেন প্রথম টেস্টেই সেঞ্চুরি হাঁকানো কামরান গুলাম। তবে তাকে খুব বেশি সময় উইকেটে থাকতে দেননি জ্যাক লিচ। ২৬ রানে এই ব্যাটারকে সাজঘরে ফেরান লিচ। ৭৭ রানে চতুর্থ উইকেট হারায় পাকিস্তান।