বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, শচীন টেন্ডুলকারের মতো তারকাকেও ছাড়িয়ে গেলেন অজয় জাদেজা। তার সম্পত্তির পরিমাণ প্রায় দেড় হাজার কোটি টাকা।
ব্রিটিশ শাসিত ভারতের একটি রাজ্য হলো খরসোয়া। রাজ্যটি বর্তমানে ঝাড়খণ্ডে অবস্থিত। এই রাজ্যের রাজা শত্রুশুল্যসিং জাদেজা নিজের ভাইপো সাবেক ক্রিকেটার অজয় জাদেজাকে নিজের রাজত্বের উত্তরসূরি হিসেবে ঘোষণা করেছেন। নতুন মহারাজা হিসেবে কত সম্পত্তির মালিক হচ্ছেন অজয় জাদেজা, তা নিয়ে জল্পনা কল্পনা তুঙ্গে।
বিশ্ব ক্রিকেটে বর্তমানে সব থেকে ধনী ক্রিকেটার বিরাট কোহলি। ভারতীয় কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) কেন্দ্রীয় চুক্তি, আইপিএল, সোশ্যাল মিডিয়া এবং এনডোর্সমেন্ট থেকে কোহলি আয় করে থাকেন। সব মিলে তার সম্পত্তির পরিমাণ প্রায় ১ হাজার কোটি টাকা।
তবে জাদেজার সম্পত্তির প্রায় তিনগুণ বেড়ে গেছে। ওয়ান ইন্ডিয়ার প্রতিবেদন বলছে, মহারাজা হওয়ার পর জাদেজার সম্পত্তির মূল্য দাঁড়িয়েছে ১ হজার ৪৪৫ কোটি টাকা।
রাজ পরিবারে জন্ম জাদেজার। রাজা গ্রেট রনজিৎ সিং এবং দিলীপ সিং দুজনেই ছিলেন ক্রিকেটার। ভারতের ঘরোয়া ক্রিকেটের দুই টুর্নামেন্টের নাম করণও হয়েছে সাবেক এই দুই রাজার নামে।
জাদেজা যাকে সরিয়ে মহারাজা হচ্ছেন, সেই ৮৩ বছরের শত্রুশল্য সিং বহুদিন বিবাহ বিচ্ছিন্ন। তার কোনও সন্তান নেই। তার পরিবারের পৈতৃক সম্পত্তি হিসেবে রয়েছে একটি রাজপ্রাসাদ, বিদ্যালয় এবং বিশ্বের দুর্মূল্য সমস্ত রত্নের সম্ভার।
জাদেজা ক্রিকেট থেকে অবসর নিলেও কমেন্ট্রি থেকে অনেক টাকা আয় করে থাকেন। আইপিএল তো বটেই, আন্তর্জাতিক ক্রিকেটেও নিয়মিত ধারাভাষ্য দেন। গত ওয়ানডে বিশ্বকাপে তিনি আফগানিস্তান দলের মেন্টর ছিলেন। তবে মেন্টর থাকাকালীন আফগান বোর্ডের কাছ থেকে কোনও পারিশ্রমিক নেননি।
নিজের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে জাদেজা ১৫টি টেস্ট ১৯৬টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়েছেন। টেস্টে ২৪ ইনিংসে ২৬.১৮ গড়ে ৫৭৬ রান করার পাশাপাশি ওয়ানডেতে ৫৩৫৯ রান করেছেন।
মহারাজা হয়ে সামাজিক প্রভাব প্রতিপত্তি যেমন বাড়ল তারকা ক্রিকেটারের, তেমন সম্পত্তিতেও সকলকে ছাপিয়ে গেলেন তিনি।