Logo
Logo
×

খেলা

এখন পর্যন্ত বিদেশি ক্রিকেটাররা কে কোন দলে গেলেন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ০১:০৫ পিএম

এখন পর্যন্ত বিদেশি ক্রিকেটাররা কে কোন দলে গেলেন

ছবি : সংগৃহীত

শুরু হয়েছে বিপিএলের একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট। বেলা সাড়ে ১১টা থেকে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে এই ড্রাফটের কার্যক্রম। এর আগেই দেশি ও বিদেশি খেলোয়াড়দের মূল্যতালিকা এবং ক্যাটাগরি প্রকাশ করা হয়েছে। 

শুরুতেই দেশি খেলোয়াড়দের দুই রাউন্ডের ড্রাফট শেষ হয়েছে। এরপরেই আসে বিদেশি ক্রিকেটারদের ড্রাফট। তৃতীয় রাউন্ডের প্রথম সেটে বিদেশি খেলোয়াড়ের প্রথমেই ঢাকা ক্যাপিটালস দলে টেনেছে পাকিস্তানের ওপেনার সাইম আইয়ুবকে। এরপরেই আকিফ জাভেদকে দলে নিয়েছে রংপুর রাইডার্স। মোহাম্মদ হাসনাইনকে নিয়েছে খুলনা টাইগার্স। এরপরেই যুক্তরাজ্যের দুই খেলোয়াড় জেমস ফুলার বরিশাল ও গ্রাহাম ক্লার্ক গেছেন চট্টগ্রামে।  

তৃতীয় রাউন্ডের দ্বিতীয় সেটে আসে সবচেয়ে বড় নাম পাথুম নিশাঙ্কা। লংকান এই আগ্রাসী ব্যাটারকে দলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। আগের আসরে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজির ভরসা ছিলেন কার্টিস ক্যাম্ফার। আইরিশ এ অলরাউন্ডারকে এই রাউন্ডে দলে নিয়েছে রংপুর রাইডার্স। সিলেট এই রাউন্ডে সবার আগে সুযোগ পেয়ে দলে নেয় আফগানিস্তানের সামিউল্লাহ শেনওয়ারিকে। 

তৃতীয় রাউন্ডের দুই সেট মিলিয়ে দেখে নিন কোন দলে কারা  —

ঢাকা ক্যাপিটালস: সাইম আইয়ুব (পাকিস্তান), আমির হামজা (আফগানিস্তান)

রংপুর রাইডার্স: আকিফ জাভেদ (পাকিস্তান), কার্টিস ক্যাম্ফার (আয়ারল্যান্ড)

খুলনা টাইগার্স: মোহাম্মদ হাসনাইন (পাকিস্তান), লুইস গ্রেগরি (যুক্তরাজ্য)

ফরচুন বরিশাল: জেমস ফুলার (ইংল্যান্ড), পাথুম নিশাঙ্কা (শ্রীলংকা)

চিটাগাং কিংস: গ্রাহাম ক্লার্ক (যুক্তরাজ্য), থমাস ও’কনেল (অস্ট্রেলিয়া)

দুর্বার রাজশাহী: সাদ নাসিম (পাকিস্তান), লাহিরু সামারাকুন (শ্রীলঙ্কা)

সিলেট স্ট্রাইকার্স: রাকিম কর্নওয়াল (ওয়েস্ট ইন্ডিজ), সামিউল্লাহ শেনওয়ারি (আফগানিস্তান)

ছয় ক্যাটাগরিতে ১৮৮ জন স্থানীয় ক্রিকেটারের নাম চূড়ান্ত হয়েছে। দেশি ক্রিকেটারদের জন্য ‘এ’ শ্রেণির সর্বোচ্চ ৬০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। এ ছাড়া প্লেয়ার্স ড্রাফটে ৪৪০ জন বিদেশি ক্রিকেটারের নাম উঠেছে। এর মধ্যে সর্বোচ্চ ৭০ হাজার ডলার বা বর্তমান মুদ্রামান অনুযায়ী সাড়ে ৮৩ লাখ টাকা মূল্যের 'এ' ক্যাটাগরিতে আছেন ২০ ক্রিকেটার। এ ছাড়া আরও চারটি ক্যাটাগরিতেও আছে বিদেশি ক্রিকেটারদের নাম। 

এবার ক্যাটাগরি ‘এ’-তে থাকা ক্রিকেটারদের মূল্য কমিয়ে দেওয়া হয়েছে, যা এর আগে ছিল ৮০ লাখ টাকা। এভাবে প্রতি ক্যাটাগরিতে ক্রিকেটারদের দাম ১০ লাখ টাকা করে কমানো হয়েছে। ‘এ’ ক্যাটাগরিতে আছেন— সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, শরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় এবং তাসকিন আহমেদ।

'বি' ক্যাটাগরিতে ৩৮ জন, 'সি' ক্যাটাগরিতে ৬৬ জন, 'ডি' ক্যাটাগরিতে ১৩৫ জন ও 'ই' ক্যাটাগরিতে ১৮১ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন। গেল বারের আসর থেকে নতুন করে ৩টি ফ্র্যাঞ্চাইজির মালিকানা পরিবর্তন হয়েছে। এ ছাড়া থাকছে না কুমিল্লা ভিক্টোরিয়ান্স, নতুন যোগ দিচ্ছে দুর্বার রাজশাহী।

উল্লেখ্য, সাতটি দল বিপিএল ২০২৫ একাদশ আসরে অংশগ্রহণ করছে। ঢাকা ক্যাপিটাল, দুর্বার রাজশাহী, ফরচুন বরিশাল, সিলেট স্ট্রাইকার্স, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স ও চট্টগ্রাম কিংস। 

পুরোনোদের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস ও দুর্বার রাজশাহী।

এবার সাতটি দল বিপিএল ২০২৫ একাদশ আসরে অংশগ্রহণ করছে। ঢাকা ক্যাপিটাল, দুর্বার রাজশাহী, ফরচুন বরিশাল, সিলেট স্ট্রাইকার্স, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স ও চট্টগ্রাম কিংস। 

নির্ধারিত সূচি অনুসারে আগামী ২৭ ডিসেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর। 

ঘটনাপ্রবাহ: বিপিএল-২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম