Logo
Logo
×

খেলা

টি-টোয়েন্টিতে ইতিহাস গড়ল ভারত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ০৯:৫০ পিএম

টি-টোয়েন্টিতে ইতিহাস গড়ল ভারত

বাংলাদেশ দলের বিপক্ষে রেকর্ড গড়ল ভারত। তিন ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ২০ ওভারে ৬ উইকেটে ২৯৭ রান তুলেছে সূর্যকুমারের নেতৃত্বাধীন দল।

টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে এটিই টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় স্কোর। এর আগে ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে দলীয় সর্বোচ্চ ২৭৮ রান করে আফগানিস্তান।

তবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৩১৪ রানের রেকর্ড গড়ে নেপাল। তারা গত বছরের ২৭ সেপ্টেম্বর মঙ্গলিয়ার বিপক্ষে এই রেকর্ড গড়েছিল।

শনিবার হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। আগে ব্যাটিংয়ে নেমে ২.১ ওভারে দলীয় ২৩ রানে ওপেনার অভিষেক শর্মার উইকেট হারায় ভারত। 

এরপর অধিনায়ক সূর্যকুমার যাদবকে সঙ্গে নিয়ে ৭০ বলে ১৭৩ রানের জুটি গড়েন সঞ্জু স্যামসন। টি-টোয়েন্টিতে এটা দ্বিতীয় উইকেটে চতুর্থ সর্বোচ্চ রানের জুটি।

এদিন ক্যারিয়ারের ৩৩তম টি-টোয়েন্টিতে মাত্র ৪০ বল খেলে ৯টি চার আ ৮টি ছক্কার সাহায্যে সেঞ্চুরি পূর্ণ করেন স্যামসন। এদিন তিনি ফেরেন ১১১ রান করে।

আজ ভারত টি-টোয়েন্টিতে রেকর্ড সর্বোচ্চ রান করে। এর আগে তারা দলীয় সর্বোচ্চ ২৬০ রান করেছিল। আজ তারা ১৭.৫ ওভারেই আগের সেই রেকর্ড ছাড়িয়ে যায়।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ-ভারত সিরিজ ২০২৪


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম