ভারত সফরে গিয়ে বিপাকে বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পর তিন ম্যাচের টি-টোয়েন্টিতেও ধবলধোলাই হওয়ার পথে টাইগাররা।
তিন ম্যাচের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আজ টাইগার বোলারদের তুলোধুনো করছেন ভারতীয় তারকা ব্যাটসম্যান সাঞ্জু স্যামসন ও সূর্যকুমার যাদব।
ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন স্যামসন। ২১ বলেই ৮টি চার আর দুই ছক্কায় পূর্ণ করেন ফিফটি। অর্ধশতক হাঁকানোর পর আরও বেশি আক্রমণাত্মক হয়ে যান তিনি।
ভারতীয় এই তারকা ক্রিকেটার ইনিংসের ১০ম ওভারে লেগ স্পিনার রিশাদ হোসেনের ওপর রীতিমতো চড়াও হন। তার প্রথম বলে কোন রান নেননি। পরের পাঁচ বলে টাকা ৫টি ছক্কা হাঁকান। পাঁচ ছক্কায় তিনি আদায় করে নেনন ৩০ রান।
ভারতের হয়ে এক ওভারে সর্বোচ্চ ৩৬ রান নিয়েছেন দুই জন। ২০০৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে যুবরাজ সিং, ২০২৪ সালে বেঙ্গালুরুতে আফগানিস্তানের বিপক্ষে রোহিত শর্মা ও রিংকু সিং। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান হলো আজ রিশাদের বিপক্ষে সঞ্জু স্যামসনের। গত বছর অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলের বিপক্ষে ৩০ রান নিয়েছিলেন ঋতুরাজ গায়কোয়াড–তিলক ভার্মারা।
একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে মাত্র ৪০ বলে ৯টি চার আর ৮টি ছক্কার সাহায্যে টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি করেন স্যামসন।
তবে ক্রিকেট ক্যারিয়ারে এটা তার দ্বিতীয় সেঞ্চুরি। গত বছরের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে খেলেন ১১৪ বলে ১০৮ রানের ইনিংস।