বার্সেলোনাকে আদালতে টানলেন আর্জেন্টাইন ফুটবলার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ০৫:৪৩ পিএম
সার্জিও আগুয়েরো/সংগৃহীত
ক্যারিয়ারের সায়াহ্নে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় যোগ দিয়েছিলেন আর্জেন্টিনার সাবেক স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। ২০২১ সালে দুই বছরের চুক্তিতে ক্লাবটিতে যোগ দিলেও মাঠে নেমেছেন মোটে পাঁচ ম্যাচে। এরপর হার্টের সমস্যার কারণ পেশাদার ফুটবলকে বিদায় বলে দেন তিনি।
তবে বার্সেলোনা চুক্তি অনুযায়ী পাওনা পরিশোধ করেনি বলে দাবি করেছেন আগুয়েরো। আর সেই পাওনা পেতেই ক্লাবটির বিপক্ষে স্পেনের আদালতে মামলা ঠুকে দিয়েছেন তিনি।
ইএসপিএন বলছে, বার্সার কাছে প্রায় ৩২ লাখ মার্কিন ডলার (৩০ লাখ ইউরো) পাওনা দাবি করেছেন সাবেক এই ফরোয়ার্ড। ২০২৩-২৪ মৌসুম নিয়ে বার্সার একটি আর্থিক প্রতিবেদনে এমনটা জানা গেছে। বছরের শুরুতেই ওই মামলা করেন আগুয়েরো। পরবর্তীতে ওই প্রতিবেদনের কিছু অংশ তুলে ধরে সংবাদমাধ্যমটি।
ক্লাবটির প্রতিবেদনে উল্লেখ রয়েছে– ২০২৪ সালের মে মাসে সাবেক ফুটবলার সার্জিও আগুয়েরো ৩০ লাখ ইউরো পাওনা চেয়ে মামলা করেছে। তার দাবি- সমঝোতার ভিত্তিতে অগ্রিম চুক্তি বাতিলের কারণে তিনি ওই পরিমাণ অর্থ পান। আর্থিক প্রতিবেদনের জন্য বিবেচিত সময়টুকু (২১ জুন) পর্যন্ত দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়নি। ক্লাব এখন পরবর্তী পদক্ষেপের জন্য স্থানীয় আদালতের নির্দেশনার অপেক্ষা করছে।