Logo
Logo
×

খেলা

ভারতের ভয়ডরহীন ক্রিকেটের মন্ত্র তবে এই

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ১১:৫১ এএম

ভারতের ভয়ডরহীন ক্রিকেটের মন্ত্র তবে এই

বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি

টেস্ট সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজেও বাংলাদেশকে পাত্তা দেয়নি ভারত। বলতে গেলে প্রথম দুই টি-টোয়েন্টিতে নূন্যতম প্রতিদ্বন্দ্বিতা টুকুও করতে পারেনি বাংলাদেশ। ভয়ডরহীন ক্রিকেটে বাংলাদেশি বোলারদের নাস্তানাবুদ করে ছেড়েছে ভারতীয় ব্যাটাররা। 

এই অবস্থায় আজ সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। সেখানেও আক্রমণাত্মক ক্রিকেটই খেলতে চায় ভারত, দলটির সহকারী কোচ রায়ান টেন ডেসকাট জানিয়েছেন এমনটিই। ফাঁস করেছেন ভারতীয় ক্রিকেটারদের ভয়ডরহীন ক্রিকেটের মন্ত্র। স্পষ্ট ঘোষণা দিয়েছেন, সীমা অতিক্রম করতে চায় তার দল।

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের ১২৮ রানের লক্ষ্য মাত্র ১১.৫ ওভারে টপকে গেছে ভারত। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪১ রানে ৩ উইকেট হারিয়ে বসলেও আক্রমণাত্মক ক্রিকেট থেকে সরে আসেনি ভারত। শেষ পর্যন্ত ৯ উইকেটে স্কোরবোর্ডে জমা করে ২২১ রান। তার আগে কানপুর টেস্টে টি-টোয়েন্টি মেজাজে ব্যাট চালিয়ে বৃষ্টিবিঘ্নিত টেস্টে জয় তুলেছে ভারত।

এই ভারতের দর্শন কি? সেটা নিয়েই শেষ টি-টোয়েন্টির আগে কথা বলেছেন টেন ডেসকাট। বলেন, ‘আমরা শতভাগ নির্ভীক ক্রিকেট খেলতে চাই। আমি মনে করি, আমরা যেভাবে খেলেছি সেটা দেখিয়েছি। কানপুর টেস্ট ম্যাচটি একটি বড় উদাহরণ।’

টেন ডেসকাট আরও বলেন, ‘আমরা একটি দল হিসাবে যা করতে পারি তার সীমাবদ্ধতা ঠেলে দেওয়ার চেষ্টা করছি। আমরা স্পষ্টতই এটি করার ব্যাপারে স্বাধীনতা পেয়েছি। খেলোয়াড়দের আশ্বস্ত করছি, যদি এটি সঠিকভাবে নাও হয় তবুও এটি ঠিক আছে। আমরা চাই ছেলেরা তাদের খেলাকে প্রসারিত করুক। আমরা ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে চাই, যেমনটা সময়ের সাথে চলছে। আগামী ১৮ মাসে যে বড় টুর্নামেন্টগুলো আসছে তার জন্য প্রস্তুত থাকতে চাই আমরা।’

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ-ভারত সিরিজ ২০২৪


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম