Logo
Logo
×

খেলা

শেষ ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ১০:৩৪ এএম

শেষ ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

বাংলাদেশ ক্রিকেট দল

ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় মাঠে নামবে বাংলাদেশ। আগের দুই ম্যাচে হেরে যাওয়ায় এই ম্যাচটি বাংলাদেশের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর। ম্যাচটি আবার মাহমুদউল্লাহ রিয়াদের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি। এই ম্যাচে তাই জয় দিয়েই ভারত সফরের ইতি টানতে চায় নাজমুল হোসেন শান্তর দল। পরিবর্তন আসতে পারে একাদশেও।

ভারতের সফরের শেষ ম্যাচে ওপেনার পারভেজ হোসেন ইমনের জায়গায় দেখা যেতে পারে তানজিদ হাসান তামিমকে। জাকের আলীর জায়গায় অফস্পিনার মাহেদী হাসানকেও দেখা যেতে পারে একাদশে। এছাড়া একাদশে পরিবর্তন আসার তেমন কোনো সম্ভাবনা নেই।

ভারতের বিপক্ষে অবশ্য এখনও নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারেনি বাংলাদেশ। এতদিন ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা করতে হলেও এখন নতুন করে বোলিং নিয়েও দুশ্চিন্তা করতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। প্রথম দুই ম্যাচের কোনোটিতেই যে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশি বোলাররা।

তাছাড়া হায়দরাবাদের উইকেট ব্যাটিং বান্ধব হওয়ায়। সবশেষ আইপিএলে এখানে রান বন্যা হওয়ায়; এখানে বাড়তি বোলার খেলানোর পথে হাঁটতে পারে বাংলাদেশ। ফলে জাকের আলীর জায়গায় বাড়তি একজন বোলার খেলাতে পারে বাংলাদেশ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, শেখ মাহেদী, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ-ভারত সিরিজ ২০২৪


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম