Logo
Logo
×

খেলা

বিপিএল ড্রাফটের গ্রেডিং নিয়ে ইমরুলের প্রশ্ন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৪, ০৪:৩৮ পিএম

বিপিএল ড্রাফটের গ্রেডিং নিয়ে ইমরুলের প্রশ্ন

ইমরুল কায়েস/সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর দুয়ারে কড়া নাড়ছে। দলগুলো স্কোয়াড গোছানো শুরু করে দিয়েছে। এরই মধ্যে তারকা ক্রিকেটারদের কেউ কেউ দলও পেয়ে গেছেন। বাকিদের জন্য ১৪ অক্টোবর বসবে বিপিএলের ড্রাফট। সেখান থেকে পছন্দের খেলোয়াড়দের দলে ভেড়াবে ফ্র্যাঞ্চাইজিরা।

তবে বিপিএল ড্রাফটের আগে খেলোয়াড়দের গ্রেডিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রিকেটার ইমরুল কায়েস। শুক্রবার (১১ অক্টোবর) এক ফেসবুক পোস্টে গ্রেডিং পদ্ধতি নিয়ে নিজের অসন্তোষের কথা জানিয়ে ইমরুল লিখেছেন, ‘বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের আগে ক্রিকেটারদের গ্রেডিং দেখে চিন্তা করছি গ্রেডিংটা আসলে কিসের ভিত্তিতে করা হয়। জাতীয় দল, সারা বছরের ঘরোয়া পারফরম্যান্স, বিপিএলের পারফরম্যান্স নাকি শুধু নাম দেখে করা হয়।’

‘বছরজুড়ে ক্রিকেটের আশেপাশে না থাকা ক্রিকেটারের জায়গা হলো ‘বি’ গ্রেডে। অথচ গত বিপিএলে দুর্দান্ত পারফর্ম করা  ক্রিকেটাররা ‘সি’ গ্রেডে। তবে কি শুধু নাম কিংবা চেহারা দেখেই বিপিএলের ড্রাফটের গ্রেড নির্ধারণ করা হয়?’-যোগ করেন ইমরুল।

এবারের বিপিএল ড্রাফটে ‘সি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে ইমরুল কায়েসকে। সর্বোচ্চ ৬০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে ‘এ’ শ্রেণির ক্রিকেটারদের জন্য। ড্রাফটের জন্য ছয় ক্যাটাগরিতে ১৮৮ জন স্থানীয় ক্রিকেটারের নাম চূড়ান্ত হয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম