বাবরকে দেখে সবাই হাসছে, ব্যর্থ অধিনায়ক মাসুদ: বাসিত আলী
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৪, ০২:৪০ পিএম
ছবি: সংগৃহীত
ক্রিকেটে পাকিস্তানের দুঃসময় যেন কিছুতেই কাটছে না। এবার ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ইনিংস ব্যবধানে হেরেছে পাকিস্তান। তাতে টানা ৬ টেস্ট হারতে হয়েছে অধিনায়ক শান মাসুদকে। ব্যাট হাতে রানের দেখা পাচ্ছেন না তারকা ব্যাটার বাবর আজম। টানা ১৮টি টেস্ট ইনিংসেও একটি ফিফটি নেই বাবরের।
দলের ব্যর্থতায় এবার এই দুই ক্রিকেটারকে ধুয়ে দিয়েছেন সাবেক ক্রিকেটার বাসিত আলী। ব্যর্থতার দায় নিয়ে পিসিবিপ্রধানকেও পদত্যাগের ঘোষণা দিতে বলেছেন তিনি।
রানপাহাড় ডিঙিয়ে পাকিস্তানকে ইনিংস ব্যবধানে হারাল ইংল্যান্ড
ব্যাট হাতে রান খরায় ভোগা বাবরকে নিয়ে বাসিত বলেন, ‘বাবর আজমের বিশ্রাম দরকার। বাবরের বলা উচিত যে আমার বিশ্রাম নেওয়া দরকার। তিনি পারফর্ম করার পর ১৮টি ইনিংস হয়ে গেছে। যদি অন্য কোনো খেলোয়াড় তার জায়গায় খেলতেন, তাহলে তিনি ফাওয়াদ আলমের মতো তিন ম্যাচের পর দলের বাইরে থাকতেন। এটাই তিক্ত সত্য।’
বাসিত আরও বলেন, ‘বাবরের উচিত তার নিজের ওপর থেকে চাপ কমানো। অনেক হয়েছে। তাকে দেখে সারা বিশ্ব হাসছে। এভাবেই খেলতে হয়?’
অধিনায়ক শান মাসুদের সমালোচনা করে বাসিত বলেন, ‘শান মাসুদ অধিনায়ক হিসেবে ব্যর্থ হয়েছেন। আমি বলে আসছি যে শান একজন ওপেনার। তার ওপেন করা উচিত। কিন্তু সে তিন নম্বরে খেলছে। এখন কী হবে? আপনি কাকে বাদ দেবেন?’
দলের ব্যর্থতার জন্য পিসিবি চেয়ারম্যানকেও খোঁচা দিয়েন বাসিত। বলেন, ‘চেয়ারম্যান সবাইকে মুক্ত করেছেন। তিনি দায়িত্ব নিতে না পারলে তার পদত্যাগ করা উচিত।’