Logo
Logo
×

খেলা

মিয়াঁদাদ-ইউনিসদের কীর্তিতে ভাগ বসানো রুটের সামনে কারা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৪, ১২:৩১ পিএম

মিয়াঁদাদ-ইউনিসদের কীর্তিতে ভাগ বসানো রুটের সামনে কারা

জো রুট

মুলতান টেস্ট যেন দু’হাত উজাড় করে দিয়েছে জো রুটকে। এখানে এসে ক্যারিয়ার সেরা টেস্ট ইনিংস খেলেছেন জো রুট। শুধু তাই নয় অ্যালিস্টার কুককে ছাড়িয়ে ইংল্যান্ডের সর্বকালের সেরা টেস্ট রান সংগ্রাহক হয়েছেন তিনি। হ্যারি ব্রুকের সঙ্গে চতুর্থ উইকেটে গড়েছেন রেকর্ড পার্টনারশিপ।

একই দিনে এই ব্যাটার ভাগ বসিয়েছেন পাকিস্তানের সাবেক কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদ ও ইউনিস খানের রেকর্ডেও। এখন প্রশ্ন হলো রুটের সামনে কারা, তাদের কেউ কি ছাড়িয়ে যেতে পারবেন এই ইংলিশ ব্যাটার?

মুলতান টেস্টে হ্যারি ব্রুকের সঙ্গে চতুর্থ উইকেটে রেকর্ড ৪৫৪ রান জমা করেছেন রুট। যেখানে ক্যারিয়ার সেরা ২৬২ রান এসেছে রুটের ব্যাট থেকে। অন্যদিকে ব্রুক থেমেছেন ক্যারিয়ার সেরা ৩১৭ রানের ইনিংস খেলে।

তবে এদিন রুট ছাড়িয়ে গেছেন টেস্টে ইংল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক কুককে। কুকের ১২ হাজার ৪৭২ রানকে পেছনে ফেলে রুটের রান এখন ১২ হাজার ৬৬৪। শুধু কি তাই, ক্যারিয়ার সেরা ইনিংস খেলে পাকিস্তানের দুই কিংবদন্তি ব্যাটারকে ছুঁয়ে ফেলেছেন রুট।

টেস্টে রুটের ডাবল সেঞ্চুরির সংখ্যা এখন ৬টি। টেস্টে যেই কীর্তি এখন ৮ ব্যাটারের। এর আগে, টেস্টে ৬টি করে ডাবল সেঞ্চুরি আছে বীরেন্দ্রর শেবাগ, শচীন টেন্ডুলকার, কেন উইলিয়ামসন, রিকি পন্টিং, জাভেদ মিয়াঁদাদ ও ইউনিস খানদের। 

তবে টেস্টে সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির রেকর্ডটা ডন ব্র্যাডম্যানের। ১২টি ডাবল সেঞ্চুরি আছে সাবেক এই অজি কিংবদন্তির। পরের অবস্থানে আছে সাবেক শ্রীলংকান কিংবদন্তি কুমারা সাঙ্গারকারার। এই ফরম্যাটে ব্রায়ান লারার ডাবল সেঞ্চুরির সংখ্যা ৯টি। সমান ৭টি করে ডাবল সেঞ্চুরি আছে হ্যামমন্ড, বিরাট কোহলি ও মাহেলা জয়বর্ধনের।

রুটের সামনে এখন ডাবল সেঞ্চুরিতে এই কিংবদিন্তদের ছাড়িয়ে যাওয়ার সুযোগ। বয়স সবে ৩৩ হওয়ায় সামনে নিশ্চয় নিজের ডাবল সেঞ্চুরির সংখ্যাটা আরও বাড়িয়ে নেবেন রুট। ছাড়িয়ে যেতে চাইবেন সবাইকে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম