Logo
Logo
×

খেলা

১২০ বলের খেলায় ৫৭ ‘ডট’, হতাশ বাংলাদেশ অধিনায়ক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৪, ০৯:৫৮ এএম

১২০ বলের খেলায় ৫৭ ‘ডট’, হতাশ বাংলাদেশ অধিনায়ক

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ

ব্যাটিং ব্যর্থতার ষোলকলা পূর্ণ করেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমির লড়াইয়ে টিকে থাকার ম্যাচে কোনোরকম প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। ১২০ বলের খেলায় ৫৭ বলে কোনো রানই নিতে পারেনি বাংলাদেশ।

বাংলাদেশের দেওয়া ১০৩ রানের লক্ষ্য স্রেফ দুই উইকেট হারিয়ে ক্যারিবিয়ানরা ম্যাচ জিতে নেয় ১২.৫ ওভারে। তাতে কার্যত শেষ হয়ে গেছে আয়োজক বাংলাদেশের সেমিতে খেলার স্বপ্ন।

এদিন ব্যাটিংয়ে নেমে গোটা ইনিংসে মোটে ৯টি বাউন্ডারি হাঁকিয়েছে বাংলাদেশ। প্রথম চার ব্যাটারের পর আর কেউ বল পাঠাতে পারেননি সীমানায়। অবিশ্বাস্যভাবে, ইনিংসের শেষ ৪৯ বলে একটি বাউন্ডারিও মারতে পারেনি বাংলাদেশ! এমন ম্যাচে ফল যা হওয়ার কথা তাই হয়েছে। বাংলাদেশকে হেসেখেলে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশি ব্যাটারদের এমন নাজুক অবস্থা দেখে হতাশ অধিনায়ক জ্যোতি। তিনি বলেন, ‘আমাদের শুরুটা খুব ভালো ছিল। তবে মাঝের সময়টায় আমরা অনেক বেশি ডট খেলেছি এবং পরে তাদেরকে অনেক উইকেট বিলিয়ে দিয়েছি। মাঝের ওভারগুলোয় তাদের বোলাররা সত্যিই অনেক ভালো বল করেছে এবং আমাদেরকে শট খেলার জায়গা দিচ্ছিল না। সিঙ্গেল নেওয়ার অনেক সুযোগও আমরা হাতছাড়া করেছি, যা চাপ তৈরি করেছে আমাদের ওপর।’

ম্যাচে বাংলাদেশের হয়ে ৪৪ বলে ৩৯ রান করেন জ্যোতি। পথে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে এই সংস্করণে ২ হাজার রান পূর্ণ করেন তিনি। ১ হাজার ৩০০ রানও নেই আর কারও। ব্যাটারদের এমন অবস্থায় উন্নতির তাগিদ দিয়েছেন অধিনায়ক।

বলেন, ‘শিক্ষণীয় অনেক কিছুই আমরা সামনে বয়ে নিতে পারি। বিশেষ করে, এই ধরনের টুর্নামেন্টে কীভাবে ইতিবাচক থাকতে হয়। আমাদের দলটা এই ধরনের টুর্নামেন্টে খুব বেশি অভিজ্ঞ নয়। আমাদের জন্য জরুরি হলো ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের আরও বেশি তাড়না দেখানোয় মনোযোগ দেওয়া। আমাদের বোলাররা প্রতিটি ম্যাচেই তাদের কাজ করতে পেরেছে। ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের দায়িত্ব আরও শক্তিশালী হওয়ার।’

শনিবার শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে জ্যোতির দল। যেখানে সেমির সমীকরণ মেলানোর সুযোগ থাকতে। তবে এতসব না ভেবে বিদায়ী ম্যাচটি রাঙাতে চান জ্যোতিরা। বলেন, ‘(দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) ভালো ক্রিকেট খেলা ও জয়ের চেষ্টা করা উচিত আমাদের। এটা স্রেফ আরেকটি খেলা এবং আমরা দল হিসেবে খেলতে চাই, মনে রাখার মতো কিছু নিয়ে ফিরতে চাই।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম