Logo
Logo
×

খেলা

রুটের ডাবল, ব্রুকের ট্রিপল সেঞ্চুরিতে বিশ্বরেকর্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ০২:৫০ পিএম

রুটের ডাবল, ব্রুকের ট্রিপল সেঞ্চুরিতে বিশ্বরেকর্ড

রুট ও ব্রুক জুটি

টেস্টে ইংল্যান্ডের হয়ে বিশ্বরেকর্ড গড়েছেন জো রুট-হ্যারি ব্রুক জুটি। মুলতান টেস্টে পাকিস্তানের বিপক্ষে ২৬২ রান করে সাজঘরে ফেরেন রুট। অন্যদিকে ট্রিপল সেঞ্চুরি তুলে এখনও ব্যাট চালিয়ে যাচ্ছেন হ্যারি ব্রুক। তবে তার আগে এদিন এই জুটি গড়েছে বিশ্বরেকর্ড।

১৯৫৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এজবাস্টন টেস্টে পিটার মে ও কলিন কাউড্রের ৪১১ রানের জুটিকে এদিন ছাড়িয়ে গেছেন রুট–ব্রুকের জুটি। এই জুটিতে ইংল্যান্ড জমা করেছে ৪৫৪ রান। মে–কাউড্রের মতো রুট–ব্রুকের জুটিটাও হয়েছে চতুর্থ উইকেটে।

৪৫৪ রানের এই জুটি এখন ১৪৭ বছরের টেস্ট ইতিহাসে চতুর্থ উইকেটে সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ছিল অস্ট্রেলিয়ার শন মার্শ ও অ্যাডাম ভোজেসের ৪৪৯ রান, ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোবার্ট টেস্টে। 

এ ছাড়া দুজন গড়েছেন আরও এক গাদা রেকর্ড। পাকিস্তানের বিপক্ষে টেস্টে এর আগে সর্বোচ্চ রানের জুটি ছিল জস বাটলার ও জ্যাক ক্রলির। ২০২০ সালে ৩৫৯ রানের জুটি গড়েছিলেন দুজন। মুলতানে সেই রেকর্ড ভেঙে দিয়েছেন রুট ও ব্রুক, গড়েছেন অবিচ্ছিন্ন ৪৫৪ জুটি। পাকিস্তানি ফিল্ডারদের সাহায্য ছাড়া অবশ্য এই রেকর্ড গড়া সম্ভব ছিল না। ব্যক্তিগত ১৮৬ রানের সময়ে রুটের সহজ ক্যাচ ছাড়েন বাবর আজম। তখন ইংল্যান্ডের দলীয় রান ৫০৭।

টেস্টে এক ইনিংসে দুজনের ডাবল সেঞ্চুরি দেখা গেল এ নিয়ে ২০ বার। পাকিস্তানের বিপক্ষে যা তৃতীয়বার।

টেস্টে এর আগে রুটের সর্বোচ্চ রানের ইনিংস ছিল ২৫৪। সেটিও তিনি খেলেছিলেন এই পাকিস্তানের বিপক্ষে, ২০১৬ সালে ম্যানচেস্টারে। আজ সেটিকে ছাড়িয়ে গেলেন। আউট হওয়ার আগে উপহার দিলেন ২৬২ রানের মহাকাব্যিক ইনিংস। অন্যদিকে ব্রুক ছাড়িয়ে গেছেন নিজেকে। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ২০২৩ সালে ওয়েলিংটনে ১৮৬ রানের ইনিংস খেলেছিলেন ব্রুক।

এই দু’জনের মহাকাব্যিক ইনিংসের পর পাকিস্তানের ৫৫৬ রান টপকে ইংল্যান্ডের সংগ্রহ এখন ৫ উইকেটে ৭৮৯। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের লিড ২৩৩।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম