সাকিব আল হাসান
লম্বা সময় ধরেই আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষ অলরাউন্ডারের তালিকা দখল করে রেখেছিলেন সাকিব আল হাসান। ব্যাটিং ও বোলিংয়ের তালিকাতেও ছিল সাকিবের দাপট। যদিও সাম্প্রতিক সময়ে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারাতে হয়েছিল সাকিবকে। এরপরও সাকিব ছিলেন সেরাদের কাতারেই। তবে এবার তার নাম র্যাঙ্কিং তালিকা থেকে বাদ দিয়েছে আইসিসি।
আইসিসি সবশেষ যেই র্যাঙ্কিং তালিকা হালনাগাদ করেছে সেখানে নেই সাকিবের নাম। সাকিবকে বাদ দেওয়ার কারণ অবশ্য তার পারফরম্যান্স নয়। টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলে দেওয়ায় এই ফরম্যাটে তাকে বাদ দিয়েছে আইসিসি। তবে টেস্ট ফরম্যাটে এখনও আছেন সাকিব। টেস্টে অবস্থান ৩ নম্বরে।
এদিকে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে বল হাতে ১ উইকেট ও ১৬ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলে অলরাউন্ডারদের তালিকায় তিন নম্বর উঠেছেন হার্দিক পান্ডিয়া। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে আছেন ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন।
অন্যদিকে ভারতের বিপক্ষে বাজে ব্যাটিংয়ের প্রভাব পড়েছে বাংলাদেশি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় পাঁচ ধাপ পিছিয়ে ৩১ নম্বরে নেমে গেছেন তাওহিদ হৃদয়। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে তার ওপরে আর কেউ নেই। ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ১৮ বলে ১২ রানে করেছিলেন হৃদয়। ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। দুই নম্বরে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব।
অন্যদিকে বোলারদের র্যাঙ্কিংয়ে পিছিয়েছেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন।। এক ধাপ পিছিয়ে ১৬ নম্বরে মুস্তাফিজ, দুই ধাপ পিছিয়ে ২৫ নম্বরে রিশাদ, সাত ধাপ পিছিয়ে ৩০ নম্বরে তাসকিন।