![ইংল্যান্ডের সর্বকালের সেরা ব্যাটার এখন রুট](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/10/09/3-(57)-67063a3d45882.jpg)
জো রুট
মুলতান টেস্টে পাকিস্তানের প্রথম ইনিংসের জবাবটা ভালোই দিচ্ছে ইংল্যান্ড। ব্যাট হাতে দলকে নেতৃত্ব দিচ্ছেন অভিজ্ঞ জো রুট। পথে এই ব্যাটার গড়ে ফেলেছেন অনন্য এক কীর্তি। ছাড়িয়ে গেছেন স্বদেশী কিংবদন্তি অ্যালিস্টার কুককে। হয়েছেন ইংল্যান্ডের সর্বকালের সেরা টেস্ট ব্যাটার।
মুলতান টেস্টে এখনও ব্যাট চালিয়ে যাচ্ছেন রুট। রয়েছেন সেঞ্চুরির পথে। তবে তার আগে, টেস্টে কুকের করা ১৬১ টেস্টে ২৯১ ইনিংসে ১২৪৭২ রানকে ছাড়িয়ে গেছেন রুট। এই ফরম্যাটে সেঞ্চুরিতে কুককে আগেই ছাড়িয়ে গিয়েছিলেন রুট। কুকের করা ৩৩ সেঞ্চুরি টপকে ৩৪ সেঞ্চুরি রুটের। এবার রুটের টেস্ট রানকেও টপকে গেছেন এই ব্যাটার। ফলে তিনি এখন ইংল্যান্ডের সর্বকালের সেরা রান সংগ্রাহক।
অভিজাত এই ফরম্যাটে শীর্ষ রান সংগ্রাহকদের তালিকাতেও রুট উঠে এসেছেন শীর্ষ পাঁচে। এই ফরম্যাচে ১৫ হাজার ৯২১ রান নিয়ে সবার ওপরে ভারতীয় ব্যাটার শচীন টেন্ডুলকারের নাম। পরের অবস্থানে থাকা কেউই ১৪ হাজার রানের মাইলফলক ছুঁতে পারেননি।
দ্বিতীয় অবস্থানে থাকা সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিংয়ের রান ১৩ হাজার ৩৭৮। তালিকায় পরের দুই নাম দক্ষিণ আফ্রিকার জ্যাক কেলিস ও ভারতের দ্যা ওয়াল খ্যাত রাহুল দ্রাবিড়। এই ব্যাটারের রান ১৩ হাজার ২৮৮। এরপরই এবার অবস্থান রুটের।
রুটের এমন ইনিংসে মুলতান টেস্টে পাকিস্তানকে শক্ত জবাব দিচ্ছে ইংল্যান্ড। পাকিস্তানের ৫৫৬ রানের জবাবে এরইমধ্যে দলীয় সংগ্রহ ২৫০ পার করেছে ইংল্যান্ড। খচর করেছে মোটে ২ উইকেট। উইকেটে থাকা জো রুট ও বেন ডাকেট দুজনেই আছেন সেঞ্চুরির পথে।