Logo
Logo
×

খেলা

বিয়ের জন্য সিরিজের মাঝপথেই পাকিস্তান ছেড়েছেন স্টোন

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪, ০২:০৬ পিএম

বিয়ের জন্য সিরিজের মাঝপথেই পাকিস্তান ছেড়েছেন স্টোন

ছবি : সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলছে ইংল্যান্ড। পাকিস্তানের মুলতানে চলমান সেই টেস্টের একাদশে নেই ইংল্যান্ড দলের অন্যতম পেসার ওলি স্টোন। কেননা, সিরিজের মাঝপথেই তার বিয়ের সানাই বাজতে শুরু করেছে। যে কারণে তিনি ইংল্যান্ডে ফিরছেন। চলতি সপ্তাহে বিয়ে সেরেই আবার দ্বিতীয় টেস্টের (১৫ অক্টোবর) আগে দলে তার যুক্ত হওয়ার কথা থাকলেও সেটা এখনও নিশ্চিত না। 

৫ বছর আগে আন্তর্জাতিক টেস্টে অভিষেক হলেও এখন পর্যন্ত মাত্র ৫টি টেস্ট খেলেছেন ৩০ বছর বয়সি এ পেসার। এর মধ্যে চলতি গ্রীষ্মেই তিনি শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট খেলেছেন। ওই সিরিজে ২ ম্যাচে ৭ উইকেট তুলেছিলেন স্টোন। এদিকে, প্রথম টেস্টের একাদশে না থাকায় বিয়ের জন্য দেশে ফিরছেন স্টোন, শনিবার শুভকাজ সম্পন্নের কথা রয়েছে।

প্রথম টেস্টে ইংল্যান্ডের হয়ে খেলছেন তিন পেসার ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন এবং ব্রাইডন কার্স। স্কোয়াডে থাকা আরেক পেসার ম্যাথু পটসও আছেন দলের সঙ্গে।

ইংল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের মধ্যে নেই স্টোন। যার ফলে ইংলিশদের টিম ম্যানেজমেন্ট স্টোনের দেশে ফেরার ব্যাপারে কোনোরকম আপত্তি করেনি। স্টোনের টেস্ট স্কোয়াডে ফেরার বহু আগেই বিয়ের দিনক্ষণ ঠিক করে রাখা ছিল। ফলে ইংল্যান্ডের ম্যানেজিং ডিরেক্টর রব কি এবং প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে পাকিস্তান সফরের আগেই বিষয়টি নিয়ে কথা বলে রেখেছিলেন স্টোন। তারাও বিয়ের জন্য স্টোনকে দেশে ফেরার অনুমতি দিয়েছেন।

মুলতানে বর্তমানে চলছে পাকিস্তান এবং ইংল্যান্ডের মধ্যকার প্রথম টেস্টের খেলা। দ্বিতীয় টেস্ট ১৫ অক্টোবর মুলতানে এবং তৃতীয় টেস্ট ২৪ অক্টোবর রাওয়ালপিন্ডিতে মাঠে গড়াবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম