Logo
Logo
×

খেলা

দিল্লি জয়ে যে একাদশ সাজাতে পারে বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪, ১১:৩০ এএম

দিল্লি জয়ে যে একাদশ সাজাতে পারে বাংলাদেশ

বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি

সিরিজ বাঁচানোর ম্যাচে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে পাত্তা না পেলেও এ ম্যাচের আগে বাংলাদেশের প্রেরণার নাম দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম। কেননা, এই মাঠেই ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে একমাত্র জয় আছে বাংলাদেশের। এ ম্যাচেও তাই জয়ের জন্যই মাঠে নামবে বাংলাদেশ। যেখানে বদল আসতে পারে একাদশেও। 

সিরিজের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ব্যাটে-বলে হতশ্রী পারফরম্যান্স করেছে বাংলাদেশ। ১২৭ রানে অলআউট হয়ে যাওয়ার পর বল হাতে কোনো রকম প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি বাংলাদেশ। ভারত ম্যাচ জিতেছে ৪৯ বল ও ৭ উইকেট হাতে রেখে। এমন ম্যাচের পর তাই একাদশে বদল আসার সম্ভাবনায় বেশি।

ধারণা করা হচ্ছে, ওপেনার পারভেজ হোসেন ইমনের জায়গায় সুযোগ মিলতে পারে তানজিদ হাসান তামিমের। এছাড়া জাকের আলীর জায়গায় সুযোগ মিলতে পারে অফ স্পিনিং অলরাউন্ডার শেখ মাহেদীর। পেস আক্রমণেও আসতে পারে পরিবর্তন। তাসকিনের পরিবর্তে সুযোগ পেতে পারেন তানজিম হাসান সাকিব।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মাহেদী, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ-ভারত সিরিজ ২০২৪


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম