Logo
Logo
×

খেলা

বিশ্বকাপ বাছাইয়ে মাঠে নামছে আর্জেন্টিনা-ব্রাজিল, কবে কার ম্যাচ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ০৫:২৮ পিএম

বিশ্বকাপ বাছাইয়ে মাঠে নামছে আর্জেন্টিনা-ব্রাজিল, কবে কার ম্যাচ

ফাইল ছবি

ক্লাব ফুটবলের ব্যস্ততা ঝেড়ে এখন জাতীয় দলের যোগ দিচ্ছেন ফুটবলাররা। শুরু হয়ে গেছে অক্টোবরের আন্তর্জাতিক বিরতি। কয়েকদিনের পরই ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে নামবে লাতিন আমেরিকার দুই ফুটবল জায়ান্ট আর্জেন্টিনা ও ব্রাজিল।

বিশ্বকাপের বাছাইয়ের ম্যাচে আগামী ১১ ও ১৬ অক্টোবর মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ১১ অক্টোবর তাদের প্রতিপক্ষ ভেনেজুয়েলা। বাংলাদেশ সময় রাত ৩টায় শুরু হবে এই ম্যাচ।

পরের ম্যাচটি হবে ১৬ অক্টোবর। সেদিন বাংলাদেশ সময় ভোর ৬টায় বলিভিয়ার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। 

একইদিনে খেলতে হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকেও। চিলির বিপক্ষে ১১ অক্টোবর ভোর ৬টায় লড়বে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তাদের পরের ম্যাচটি ১৬ অক্টোবর পেরুর বিপক্ষে সকাল পৌনে সাতটায়।

দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে এখন দুই মেরুতে আর্জেন্টিনা ও ব্রাজিল। ৮ ম্যাচে ৬ জয় নিয়ে মেসিদের পয়েন্ট ১৮, যার সুবাদে টেবিলের শীর্ষে রয়েছে তারা।

অন্যদিকে ৮ ম্যাচ খেলে মোটে ৩ জয় পাওয়া ব্রাজিল পয়েন্ট টেবিলে অবস্থান করছে পাঁচ নম্বরে, তাদের পয়েন্ট ১০।

প্রসঙ্গত, লাতিন আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপ বাছাই শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ ছয় দল সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পাবে। সপ্তম দলের সামনে থাকবে প্লে-অফ খেলে মূল পর্বের টিকিট জিতে নেওয়ার সুযোগ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম