Logo
Logo
×

খেলা

নাজেহাল ইংলিশ বোলাররা, পিটারসেন-ভনের কাঠগড়ায় পিচ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ১১:২৭ এএম

নাজেহাল ইংলিশ বোলাররা, পিটারসেন-ভনের কাঠগড়ায় পিচ

পিটারসেন ও ভন

মুলতান টেস্টে শুরুতে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছে পাকিস্তান। পাকিস্তানি ব্যাটারদের দাপটে খুব একটা সুবিধা করতে পারছে না ইংল্যান্ডের বোলাররা। প্রথম দিনেই সেঞ্চুরি তুলেছেন পাকিস্তানের দুই ব্যাটার আব্দুল্লাহ শফিক ও অধিনায়ক শান মাসুদ। ৪ উইকেটে ৩০০ পেরিয়ে দিনের খেলা শেষ করেছে পাকিস্তান।

এই অবস্থায় কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছে ইংল্যান্ড। যার কারণ হিসেবে মুলতানের পিচকে কাঠগড়ায় তুলেছেন ইংল্যান্ডের সাবেক দুই ক্রিকেটার কেভিন পিটারসেন ও মাইকেল ভন।

উইকেটের আচরণ দেখে ভীষণ হতাশ ইংলিশ তারকা ব্যাটসম্যান পিটারসেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘মুলতানের এই উইকেট বোলারদের জন্য বধ্যভূমি।’

নানা মন্তব্য করে প্রায় সময়ই আলোচনায় থাকা ভন মুলতানের উইকেট নিয়ে বলেছেন, ‘মুলতানের উইকেটকে মনে হচ্ছে সড়ক। এখানে টস জিততে পারা দারুণ…।’

প্রথমদিনে দারুণ ব্যাট করা পাকিস্তান দ্বিতীয় দিনেও ব্যাট করতে নেমেছে। সংগ্রহটাকে বড় করতে উইকেটে আছেন সৌদ শাকিল। আগের দিন নাইটওয়াচম্যান হিসেবে নামা নাসিম শাহ এখনও সঙ্গ দিয়ে যাচ্ছেন তাকে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪ উইকেটে ৩৪০ রান পাকিস্তানের।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম