এদের মিলিতাও/ফাইল ছবি
অক্টোবরের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের আগে ব্রাজিলের ত্রাহি অবস্থা। একের পর এক ফুটবলার চোটাঘাতে ছিটকে যাচ্ছেন। ব্রাজিলের গোলরক্ষক আলিসন বেকার হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে ছিটকে গেছেন। এবার সাইডলাইনে তাদের সঙ্গী হলেন ডিফেন্ডার এদের মিলিতাও।
সোমবার (৭ অক্টোবর) ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, বাঁ পায়ের ঊরুর পেশির চোটে ভুগছেন মিলিতাও। তাই চিলি ও পেরুর বিপক্ষে পরের দুই ম্যাচের স্কোয়াড থেকে রিয়াল মাদ্রিদের এই খেলোয়াড়কে বাদ দেওয়া হয়েছে।
বিশ্বকাপ বাছাইয়ের পরের দুই ম্যাচের স্কোয়াডে মিলিতাওয়ের জায়গা নেবেন ফ্লামেঙ্গোর ডিফেন্ডার ফাব্রিসিও ব্রুনো।
সিবিএফ থেকে জানানো হয়, ‘রোববার তার (মিলিতাও) কিছু পরীক্ষা করানো হয়, তাতে ডান ঊরুর পেশিতে ছোট চোট ধরা পড়েছে। এই কারণেই তিনি খেলতে পারবেন না।’ লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচ শেষে সাও পাওলোতে যান মিলিতাও। সেখানেই তার চোট ধরা পড়ে।
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামী ১১ অক্টোবর বাংলাদেশ সময় ভোর ছয়টায় চিলির বিপক্ষে খেলবে ব্রাজিল। এর পাঁচ দিন পর পেরুর মুখোমুখি হবে তারা।