Logo
Logo
×

খেলা

‘চ্যাম্পিয়ন্স লিগ’র আদলে টুর্নামেন্ট, খেলবে বিপিএলের দলও

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ০৮:৪৮ পিএম

‘চ্যাম্পিয়ন্স লিগ’র আদলে টুর্নামেন্ট, খেলবে বিপিএলের দলও

চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির কথা মনে আছে? বিশ্বের বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগের দলগুলোকে নিয়ে আয়োজিত হতো সে টুর্নামেন্ট। ২০১৪ সালে সবশেষ এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এবার একই ধরনের আরেকটি টুর্নামেন্ট নিয়ে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট। সে টুর্নামেন্টে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দলও।

সোমবার (৭ অক্টোবর) মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ এই টুর্নামেন্টে বাংলাদেশি দলের অংশগ্রহণের কথা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গ্লোবাল সুপার লিগ, পাঁচটা দল নিয়ে খেলা হবে এবং ৫ টা দেশ থেকে আসবে। বাংলাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া থেকে আসবে। আমাদেরকে যাওয়ার অফার করেছে।'

‘আমরা প্রথমে গত বছরের বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে অফার করেছিলাম। তারা যেতে অপারগতা জানিয়েছে। তারপর আমরা আরেকটা সেমিফাইনালিস্ট দলকে দায়িত্ব দিয়েছি তারা যাবে যদি সব কিছু ঠিক থাকে। গত আসরের সেমিফাইনালিস্ট রংপুর রাইডার্স, তাদের যাওয়ার সম্ভাবনা আছে’-যোগ করেন ফারুক।

চলতি বছরের ২৬ নভেম্বর থেকে মাঠে গড়াতে পারে গ্লোবাল সুপার লিগ নামের নতুন এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম