Logo
Logo
×

খেলা

গত ১০ বছর ধরেই এমন ব্যাটিং করছে বাংলাদেশ, দাবি শান্তর

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ১২:১০ পিএম

গত ১০ বছর ধরেই এমন ব্যাটিং করছে বাংলাদেশ, দাবি শান্তর

নাজমুল হোসেন শান্ত

গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এই হার ছাপিয়ে এখন আলোচনায় বাংলাদেশের হতশ্রী ব্যাটিং। ব্যাটিং বান্ধব উইকেটে ১২৭ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ। এদিনও বাংলাদেশকে ভুগিয়েছে টপ অর্ডার। এমন হতশ্রী ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠলে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, গত ১০ বছর ধরেই এমন ব্যাটিং করছে বাংলাদেশ।

বাংলাদেশি ব্যাটারদের সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠলে অধিনায়ক বলেন, ‘আমাদের সামর্থ্য আছে। সামর্থ্য অবশ্যই আছে বলে আমি বিশ্বাস করি। তবে দক্ষতা উন্নতির অনেক জায়গা আছে। কিন্তু এই উন্নতি কীভাবে হবে? আমি যদি গত ১০ বছর দেখি, আমরা এ রকমই ব্যাটিং করে যাচ্ছি। মাঝেমধ্যে হয়তো ভালো ব্যাটিং করি।’

স্কোরবোর্ডে লড়াই করার মতো সংগ্রহ না পাওয়া নিয়ে অধিনায়ক বলেন, ‘শুরুতেই অনেক উইকেট পড়ে গেছে। শুরুতে বেশি উইকেট পড়ে গেলে কঠিন হয়ে যায়। আমার মনে হয় (বেশি রান না হওয়ার) প্রধান কারণ শুরুতে বেশি উইকেট পড়ে যাওয়া।’ 

প্রথম ম্যাচ হারলেও আগামী ৯ অক্টোবর দিল্লিতে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। যা নিয়ে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘ঘুরে তো দাঁড়াতেই হবে। কীভাবে আমরা কামব্যাক করতে পারি, সেটা দেখতে হবে। আমার মনে হয়, আমাদের সবারই দায়িত্ব নিতে হবে।’

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ-ভারত সিরিজ ২০২৪


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম