Logo
Logo
×

খেলা

সূর্যের ঝড় থামালেন মোস্তাফিজ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ০৯:৫৫ পিএম

সূর্যের ঝড় থামালেন মোস্তাফিজ

মোস্তাফিজুর রহমান/ফাইল ছবি

২০৭ স্ট্রাইক রেটে ব্যাট করছিলেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। মারকাটারি ব্যাটিংয়ে ১৪ বলে ২ চার, ৩ ছক্কায় তুলে ফেলেছিলেন ২৯ রান। তবে এই সূর্য-ঝড় রুখে দিয়েছেন মোস্তাফিজুর রহমান।

সঞ্জু স্যামসনের সঙ্গে ভুল বোঝাবুঝিতে অভিষেক শর্মা (১৬) রান আউট হওয়ার পর ক্রিজে এসেই তেড়েফুঁড়ে খেলতে থাকেন সূর্যকুমার। পাওয়ার প্লে'র সুবিধা কাজে লাগিয়ে একের পর এক চার-ছক্কায় দ্রুত রান তুলতে থাকেন।

তবে পাওয়ার প্লে'র শেষ ওভারে মুস্তাফিজের বল স্কয়ার লেগ দিয়ে খেলতে গিয়ে ডিপ স্কয়ার লেগে থাকা জাকের আলীর হাতে ধরা পড়েন ভারতীয় অধিনায়ক।

১২৮  রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এরই মধ্যে ৭ ওভারে ২ উইকেটে ৭৭ রান তুলে ফেলেছে ভারত। জয়ের জন্য তাদের চাই আর ৫১ রান।

এর আগে গোয়ালিয়রের সিনদিয়া স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ১৯.৫৬ ওভারে অলআউট হওয়ার আগে ১২৭ রান স্কোরবোর্ডে জমা করতে সমর্থ হয় সফরকারীরা। সর্বোচ্চ ৩৫* রান আসে মেহেদী হাসান মিরাজের ব্যাটে। ভারতের পক্ষে তিনটি করে উইকেট তুলে নেন আর্শদীপ সিং ও বরুণ চক্রবর্তী।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ-ভারত সিরিজ ২০২৪


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম