Logo
Logo
×

খেলা

একের পর এক দুঃসংবাদ পাচ্ছে আর্জেন্টিনা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ০৭:১৮ পিএম

একের পর এক দুঃসংবাদ পাচ্ছে আর্জেন্টিনা

লিওনেল স্কালোনি/ফাইল ছবি

আন্তর্জাতিক বিরতিতে মাঠে নামার আগে একের পর এক দুঃসংবাদ পাচ্ছে আর্জেন্টিনা। অক্টোবরের বিরতিতে বিশ্বকাপ বাছাইপর্বের স্কোয়াড ঘোষণার পর চোটে পড়েছেন বেশ কয়েকজন ফুটবলার। এবার সে তালিকায় যোগ হয়েছে তারকা ফরোয়ার্ড পাউলো দিবালার নামও।

দল ঘোষণার পরপরই চোটে পড়েন আরেক ফরোয়ার্ড নিকোলাস গঞ্জালেস। গতরাতে লিভারপুলের হয়ে খেলার সময় কুঁচকিতে চোট পেয়েছেন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। দিবালা চোটে পড়েছেন আরও দুর্ভাগ্যজনকভাবে। অনুশীলনের সময় মাংসপেশীতে চোট পেয়েছেন তিনি।

এই চোটের কারণে অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে মাঠে নামা হবে না দিবালার। খবরটি নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

দিবালার পরিবর্তে স্কোয়াডে কে আসবেন তা এখন পর্যন্ত নিশ্চিত না। কোচ লিওনেল স্কালোনির পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। এছাড়া ফিফার নিষেধাজ্ঞার কারণে দলে নেই নিয়মিত গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসও।

প্রসঙ্গত, এবারের আন্তর্জাতিক বিরতিতে ১১ অক্টোবর বাংলাদেশ সময় রাত ৩টায় ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। পরের ম্যাচ ১৬ অক্টোবর ভোর ৬টায় বলিভিয়ার বিপক্ষে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম