আবারও এশিয়া কাপের আয়োজক হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০১৪ সালের পর ফের এশিয়া কাপের আয়োজক হতে যাচ্ছে বিসিবি। এশিয়া কাপের অতীতের ১৩ আসরের মধ্যে তিনবারের আয়োজক ছিল বাংলাদেশ। ১৫ আসরে মধ্যে চতুর্থবারের মতো আয়োজক হতে যাচ্ছে বিসিবি।
এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। গত বছর শ্রীলংকার কলম্বোয় রোহিত শর্মার নেতৃত্বে এশিয়া কাপ জিতেছিল বিরাট কোহলিরা। আগামী বছরের ডিসেম্বরে ফের এশিয়া কাপের আয়োজন করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এরপরের আসর হবে ২০২৭ সালে। সেই আসরের আয়োজক বাংলাদেশ।
তবে রোহিত শর্মা ও বিরাট কোহলির ভক্তদের জন্য দুঃসংবাদ। এই দুই তারকা গত এশিয়া কাপে খেলেছেন এবং দলকে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, কিন্তু এই দুই কিংবদন্তি আগামী এশিয়া কাপে খেলতে পারবেন না। তার কারণ এশিয়া কাপের আগামী আসরও হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। তারা ইতোমধ্যে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। যে কারণে ভারতের মাঠে এশিয়া কাপ হলেও দর্শকের ভূমিকায় দেখা যাবে রোহিত-কোহলিকে।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের রিপোর্ট অনুসারে- এশিয়া কাপের ২০২৫ সালের (টি-টোয়েন্টি ফরম্যাট) আয়োজক ভারত, ২০২৭ সালে (ওয়ানডে ফরম্যাটে) এশিয়া কাপ হবে বাংলাদেশে। এরপর ২০২৯ সালে (টি-টোয়েন্টি ফরম্যাট) এশিয়া কাপ হবে পাকিস্তানে। এরপর ২০৩১ সালে (ওয়ানডে ফরম্যাটে) এশিয়া কাপ হবে শ্রীলংকায়।
এছাড়া এশিয়ান ক্রিকেট কাউন্সিল আরও পাঁচটি টুর্নামেন্টের আয়োজন করে থাকে। তার মধ্যে রয়েছে নারী এশিয়া কাপ, ছেলেদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ, ছেলেদের উদীয়মান এশিয়া কাপ, নারীদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ এবং নারীদের উদীয়মান দল এশিয়া কাপ।
এসিসির এই টুর্নামেন্টের মিডিয়া স্বত্বের জন্য বেস প্রাইস ভিত্তিমূল্য ১৭ কোটি মার্কিন ডলার রেখেছে। আগামী ৮ বছরের মিডিয়া স্বত্ব বিক্রি করা হবে।