বাবরের বিকল্প রিজওয়ান: সাবেক তারকা অলরাউন্ডার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ০২:২৩ পিএম
বাবর ও রিজওয়ান
পাকিস্তানের সাদা বলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বাবর আজম। এখনও নতুন অধিনায়কের নাম ঘোষণা করেনি পিসিবি। বেশ কয়েকজন আছেন সম্ভাব্য অধিনায়কের দৌড়ে। যা নিয়েই এখন ভাবছে পিসিবি। এ কাজে তাদের পরামর্শ দিয়েছেন সাবেক তারকা ব্যাটার মুদাসসর নাজার।
পাকিস্তানের সাবেক এই ব্যাটিং অলরাউন্ডারের মতে, পাকিস্তানের সাদা বলের অধিনায়ক হতে পারেন উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। এছাড়া পাকিস্তানের আর তেমন কোনো বিকল্প নেই বলেও মত তার।
পাকিস্তানের হয়ে ৭৬টি টেস্ট ও ১২২টি ওয়ানডে খেলা এই ব্যাটার বলেন, ‘এই মুহূর্তে, তাদের কোন বিকল্প নেই। তারা রিজওয়ান ছাড়া সবাইকে চেষ্টা করেছে। তাদের রিজওয়ানকে অধিনায়ক করতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমার মনে হয় না অভ্যন্তরীণভাবে শীর্ষ ব্যবস্থাপনা রিজওয়ানকে নিয়ে খুব খুশি, কিন্তু তারা তাকে বেছে নিতে বাধ্য হবে। অন্যথায়, তারা যদি বাবর আজমের মতো পরিস্থিতি তৈরি করে তবে একজন সিনিয়র খেলোয়াড়কে অধিনায়ক করা এবং তারপরে তার অধীনে কাউকে তৈরি করা ভালো।’
কেবল সাদা বলে নয় সব ফরম্যাটেই রিজওয়ানকে নেতৃত্ব দেওয়ার পক্ষে নাজার। বলেন, ‘আমার মতে, তিন ফরম্যাটেই রিজওয়ানকে অধিনায়ক করা পাকিস্তানের পক্ষে ভাল হবে। এই দৃষ্টিকোণটি একটি ঐক্যবদ্ধ নেতৃত্ব কাঠামোর ধারণার সাথে যায়, যা দলের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ এবং কৌশলগত পরিকল্পনাকে প্রবাহিত করতে পারে।’
পাকিস্তানের সাম্প্রতিক বাজে পারফরম্যান্সের পেছনেও অধিনায়কের দায় দেখেন নাজার। বলেন, ‘পাকিস্তান দলের সাম্প্রতিক খারাপ পারফরম্যান্সের সাথে অধিনায়কত্বের দ্রুত পরিবর্তনের অনেক বিষয় জড়িত। তরুণ খেলোয়াড়দের অধিনায়ক করা হয়েছিল এবং তারপর তাদের সরিয়ে দেওয়া হয়েছিল, যা দলে গ্রুপিং বাড়িয়েছে। এটা শুধু পাকিস্তানের সমস্যা নয়।’