তাওহিদ হৃদয়
ভারতের বিপক্ষে টেস্টে হোয়াইটওয়াশ হওয়ার পর এবার টি-টোয়েন্টি চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। আগামীকাল তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। যেখানে বাংলাদেশের একমাত্র লক্ষ্য জয়; সংবাদ সম্মেলনে এসে এমনটাই জানিয়েছেন মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়।
সাম্প্রতিক সময়ে ব্যাটিংয়ে বাংলাদেশের অন্যতম আস্থার নাম হৃদয়। যদিও সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই অর্থে পারফর্ম করতে পারেননি তিনি। তবে এবার দলকে নিজের সবটুকু নিঙরে দিয়ে জেতাতে চান তিনি। ভারতের বিপক্ষে চ্যালেঞ্জ জয় করে দলকে জেতাতে জান এই ব্যাটার।
হৃদয় বলেন, ‘আমরা এখানে খেলার সুযোগ পাচ্ছি। এটা আমাদের জন্য বড় ব্যাপার। আমি জয়ের জন্য মুখিয়ে আছি। চ্যালেঞ্জ যাই হোক, আমরা শুধু জয় নিয়েই ভাবছি। দেশে ভালো প্রস্তুতি নিয়ে এসেছি এবং আশা করছি, এখানে সফল হব।’
ভারতের মাটিতে বাংলাদেশের সুখস্মৃতির মধ্যে অন্যতম ২০১৯ সালে দিল্লিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টি জয়। যদিও পরের দুই ম্যাচ হেরে সেই সিরিজ বাংলাদেশকে হারতে হয়েছিল ২–১ ব্যবধানে। এবার সেই চ্যালেঞ্জের পুনরাবৃত্তি হবে কি না, এমন প্রশ্নে হৃদয়ের জবাব, ‘আগে কী হয়েছে, তা নিয়ে ভাবছি না। আমরা এখানে ভালো ক্রিকেট খেলতে চাই। এটাই আমাদের মূল লক্ষ্য।’
ভারতের মাঠে টি-টোয়েন্টি ম্যাচগুলো সাধারণত হাই-স্কোরিং হয়ে থাকে। উইকেট কেমন দেখেছেন হৃদয়। যা নিয়ে তিনি বলেন, ‘জানতাম এখানে ঘরোয়া লিগে দুই শর ওপর রান হয়েছে। তবে ঘরোয়া ম্যাচ আর আন্তর্জাতিক ম্যাচ এক নয়। আমার মনে হয়েছে, পাশের উইকেটে খেলে বোঝা গেছে যে এখনকার উইকেট কিছুটা স্লো। আমরা ম্যাচের উইকেটের চরিত্র অনুযায়ী মানিয়ে নেওয়ার চেষ্টা করব এবং দলীয় পরিকল্পনা অনুযায়ী খেলব।’