Logo
Logo
×

খেলা

বাংলাদেশকে দুই দিনে হারানোর গোমর ফাঁস করলেন রোহিত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ১২:৩০ পিএম

বাংলাদেশকে দুই দিনে হারানোর গোমর ফাঁস করলেন রোহিত

ভারতীয় ক্রিকেট দল

বৃষ্টির কারণে কানপুর টেস্টে খেলা হয়নি প্রায় তিন দিন। সবাই যখন ধরে নিচ্ছিল নিশ্চিত ড্র’য়ের পথে এগোচ্ছে এই টেস্ট। তখন আক্রমণাত্মক ক্রিকেট খেলে বাংলাদেশকে হারিয়ে দেয় ভারত। টেস্ট ক্রিকেটকে টি-টোয়েন্টি বানিয়ে জয় তুলে ভারত। এমন ব্যাটিংয়ের কারণ জানালেন দলটির অধিনায়ক রোহিত শর্মা।

প্রথম ইনিংসে ৭৪.২ ওভারে ২৩৩ রান করে বাংলাদেশ। যার জবাবে মাত্র ৩৪.৪ ওভারে ৯ উইকেটে স্কোরবোর্ডে ২৮৫ রান নিয়ে ইনিংস ঘোষণা করে ভারত। এরপর বাংলাদেশকে ১৪৬ রানে থামিয়ে মাত্র ১৭.২ ওভারে ৭ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় ভারত। 

কানপুর টেস্টে দাপুটে জয় ও ভারতীয় ব্যাটারদের পরিকল্পনা নিয়ে রোহিত বলেন, ‘আগে বোলাররা নিজেদের কাজ করেছে। তারা প্রয়োজনীয় উইকেটগুলো এনে দিয়েছে। এরপর আমরা (ব্যাটসম্যানরা) কিছুটা ঝুঁকি নিয়েছি। জানতাম, এভাবে খেললে ম্যাচের ফল যেকোনো দিকে যেতে পারে। নেমেই মেরে খেলার সিদ্ধান্ত নিতে কোচ (গৌতম গম্ভীর) ও খেলোয়াড়দের যথেষ্ট সাহসী মানসিকতা দেখাতে হয়েছে। সিদ্ধান্তটা আমরা ড্রেসিংরুমেই নিয়েছিলাম। এটা কাজে না দিলে সবাই আমাদের সমালোচনা করত।’

রোহিত আরও বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল পরিষ্কার—ম্যাচে ফল নিয়ে আসা। যেভাবে তা হতে পারত, দলের সবাই সেভাবেই করেছে। আমার মনে হয় এটা একটা অসাধারণ সিরিজ ছিল। সিরিজটা অনেকেরই নজর এড়িয়ে যেতে পারত।’

ব্যাটিং-বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও দারুণ ছিল ভারত। যা নিয়ে রোহিত বলেন, ‘আমাকে এইমাত্র জানানো হয়েছে, সিরিজে ২৪ ক্যাচের মধ্যে ২৩টিই আমরা নিতে পেরেছি। এটা খুবই ভালো ব্যাপার, বিশেষ করে স্লিপে দাঁড়ানো ফিল্ডারদের জন্য। স্লিপে এতগুলো ক্যাচ যাচ্ছে, ভারতে খেলা হলে এমনটা প্রতিনিয়ত দেখা যায় না।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম