Logo
Logo
×

খেলা

লাইটার ছোঁড়ায় ৬০ লাখ টাকা জরিমানা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ০৪:৩২ পিএম

লাইটার ছোঁড়ায় ৬০ লাখ টাকা জরিমানা

গ্যালারি থেকে তার দিকে লাইটার ছুঁড়ে মারার পর সেটি আবার গ্যালারির দিকে নিক্ষেপ করতে দেখা যায় রিয়াল মাদ্রিদ গোলরক্ষককে/সংগৃহীত

এবারের মাদ্রিদ ডার্বিতে উত্তাপ ছড়িয়েছে বেশ। খেলোয়াড়দের মধ্যে বাকবিতণ্ডা তো হয়েছেই, আক্রমণাত্মক আচরণ করেছে আতলেতিকো মাদ্রিদের মাঠ ওয়ান্ডা মেত্রোপলিতানোর দর্শকরাও। আর সেজন্য এবার কঠিন শাস্তির মুখে পড়তে হচ্ছে ক্লাবটিকে।

লা লিগায় ১-১ ড্র হওয়া সেই মাদ্রিদ ডার্বিতে রিয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবো কোর্তোয়ার দিকে লাইটার ছুঁড়ে মেরেছিলেন গ্যালারিতে উপস্থিত এক দর্শক। পরে মাঠে প্লাস্টিক বোতলও ছুঁড়তে দেখা যায় দর্শকদের।

সে ঘটনার জেরে স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষ আতলেতিকোকে ৪৫ হাজার ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ লাখ টাকা জরিমানা করেছে। এছাড়া মাঠের যে অংশ থেকে সে লাইটার ছুঁড়ে মারা হয়, সেখানে পরবর্তী তিন ম্যাচে কোনো দর্শক বসতে দেওয়া যাবে না। শাস্তির বিরুদ্ধে আপিল করতে পারবে ক্লাবটি।

আতলেতিকো অবশ্য সে ঘটনায় ‘দায়ী’ এক দর্শককে ইতিমধ্যে শনাক্ত করে তাকে আজীবন নিষিদ্ধ করেছে। এছাড়া বাকিদেরও দ্রুত শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানায় তারা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম