Logo
Logo
×

খেলা

কে হচ্ছেন পাকিস্তানের অধিনায়ক, দৌড়ে ৩ ক্রিকেটার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ০২:৪৩ পিএম

কে হচ্ছেন পাকিস্তানের অধিনায়ক, দৌড়ে ৩ ক্রিকেটার

পাকিস্তান ক্রিকেটার

পাকিস্তানের সাদা বলের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বাবর আজম। এখনও নতুন অধিনায়কের নাম ঘোষণা করেনি পিসিবি। স্বাভাবিকভাবেই তাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কে হচ্ছেন পাকিস্তানের নতুন অধিনায়ক। কেননা, নতুন অধিনায়কের অধীনেই ঘরের মাঠে চ্যাম্পিয়নস ট্রফিতে মাঠে নামবে পাকিস্তান।

এই অবস্থায় পাকিস্তানের নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে আছেন বেশ কয়েকজন ক্রিকেটার। তবে তাদের মধ্যে আলোচনায় আছেন তিন ক্রিকেটার। যাদের মধ্যে থেকে একজনকে বেছে নেওয়া হতে পারে পাকিস্তানের সাদা বলের অধিনায়ক হিসেবে। সেই তিন ক্রিকেটার হলেন- সৌদ শাকিল, ফখর জামান ও অলরাউন্ডার সালমান আলী আগা।

বাবরের নেতৃত্ব ছাড়ার আসল কারণ ফাঁস

এর আগে উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও পেস বোলার শাহিন শাহ আফ্রিদির কথা শোনা গেলেও তাদের নেতৃত্বে আসার সম্ভাবনা কম বলে জানিয়েছে বেশ কিছু গণমাধ্যম। কেননা, এর আগেই আফ্রিদিকে সরিয়ে বাবরকে নেতৃত্ব দেওয়া হয়েছিল। অন্যদিকে সম্প্রতি বাংলাদেশ সিরিজের আগে সহ-অধিনায়ক হিসেবে রিজওয়ানকে সরিয়ে সৌদ শাকিলকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কাজেই রিজওয়ান ও আফ্রিদির নেতৃত্বে আসার সম্ভাবনা কম।

তবে সৌদ শাকিল সম্ভাব্য প্রার্থী। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন পিএসএলে লাহোর কালান্দার্সকে নেতৃত্ব দেওয়া ফখর জামান। আলোচনায় আরেক নাম অলরাউন্ডার সালমান আলী। যদিও ঘরোয়া ক্রিকেটে এখন পর্যন্ত নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা নেই তার। এখন এটাই দেখার বিষয় চ্যাম্পিয়নস ট্রফি সামনে রেখে অধিনায়ক হিসেবে কাকে বেছে নেই পাকিস্তান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম