Logo
Logo
×

খেলা

বাবরের নেতৃত্ব ছাড়ার আসল কারণ ফাঁস

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ০২:১৯ পিএম

বাবরের নেতৃত্ব ছাড়ার আসল কারণ ফাঁস

বাবর আজম

দ্বিতীয় দফা অধিনায়ক হওয়ার ৬ মাস না যেতেই সরে দাঁড়িয়েছেন পাকিস্তানের বাবর আজম। পাকিস্তানের নেতৃত্ব ছাড়ার কারণ হিসেবে ব্যাটিংয়ে মনোযোগী হওয়ার বিষয়টি সামনে এনেছেন বাবর। বিষয়টি প্রাথমিকভাবে সত্যি মনে হলেও, আদতে বিষয়টি যে তেমন নয় তাই জানা গেল এবার। প্রকাশ্যে এসেছে বাবরের নেতৃত্ব ছাড়ার আসল কারণ।

দেশটির গণমাধ্যমের দেওয়া তথ্য মতে, সাদা বলের কোচ গ্যারি কারস্টেনের সঙ্গে বিরোধের কারণেই নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বাবর আজম।

এর আগে, নেতৃত্ব ছাড়া নিয়ে বাবর জানিয়েছিলেন, ‘আমি পাকিস্তান ক্রিকেট দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়েছি। দলকে নেতৃত্ব দেওয়া ছিল দারুণ সম্মানের। কিন্তু এখন সময় হয়েছে আমার সরে দাঁড়ানোর এবং নিজের খেলার প্রতি মনোযোগ দেওয়ার। অধিনায়কত্ব অভিজ্ঞতা দেয়। কিন্তু এটা উল্লেখযোগ্যভাবে কাজের চাপও বাড়ায়। আমি নিজের পারফরম্যান্সকে অগ্রাধিকার দিতে চাই, নিজের ব্যাটিংকে উপভোগ করতে চাই এবং পরিবারের সঙ্গে পর্যাপ্ত সময় কাটাতে চাই, যা আমাকে আনন্দ দেবে।’

নেতৃত্ব ছাড়ার কারণ হিসেবে বাবর ব্যাটিংকে প্রাধান্য দেওয়ার কথা বললেও পিসিবির এক কর্মকর্তার দেওয়া তথ্য মতে, ‘কারস্টেন ও সহকারী কোচের রিপোর্টে বাবর সন্তুষ্ট নয়। ওর মনে হয়েছে পুরো দায় কেবলমাত্র ওর ওপর চাপানো হয়েছে। এই রিপোর্ট প্রকাশ্যে চলে এসেছে। তাতে বাবর আরও ক্ষুব্ধ। সেই কারণেই ও আর অধিনায়ক থাকতে চায়নি। নাকভিকে সব কথা জানিয়েছে বাবর। ওর মতে, এক জন অধিনায়কের সঙ্গে এমন ব্যবহার কোনও কোচ করতে পারে না। বোর্ডকে পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন বাবর।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম