Logo
Logo
×

খেলা

কানপুর টেস্টে মারকাটারি ব্যাটিংয়ে ভারতের যত বিশ্ব রেকর্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৪ পিএম

কানপুর টেস্টে মারকাটারি ব্যাটিংয়ে ভারতের যত বিশ্ব রেকর্ড

ছবি: সংগৃহীত

কানপুর টেস্টের পাঁচ দিনের মধ্যে দুই দিন বৃষ্টিতে ভেসে গেছে। প্রথম দিনেও বৃষ্টি-বাধায় খেলা হয়েছে নামেমাত্র। ম্যাচের ফলাফল নির্ধারণের জন্য তাই সময় কেবল দুই দিন তথা টেস্টের চতুর্থ ও পঞ্চম দিন। এর মধ্যে চতুর্থ দিনে ভারতের ব্যাটিং দেখে বোঝা গেল, ম্যাচ জিততে কতটা মরিয়া তারা।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে টি-টোয়েন্টি মেজাজে ব্যাট করলেন ভারতীয় ব্যাটাররা। তাদের মারকাটারি ব্যাটিংয়ে ২৮৫ রানের বেশি না এলেও হয়েছে একগাদা রেকর্ড। 

একনজরে কানপুর টেস্টের চতুর্থ দিনে ভারতের যত রেকর্ড–

> ইনিংসে নিজের মুখোমুখি হওয়া প্রথম দুই বলেই ছক্কা হাঁকিয়েছেন রোহিত। টেস্ট ইতিহাসে এমন ঘটনা এ নিয়ে চতুর্থবার। তবে রোহিতই একমাত্র ওপেনার, যিনি মুখোমুখি হওয়া প্রথম দুই বলেই ছক্কা মেরেছেন। নিজের মুখোমুখি হওয়া প্রথম দুই বলে পেসারকে ছক্কা মারা প্রথম ব্যাটসম্যানও রোহিত। 

> ১৪৭ বছরের টেস্ট ইতিহাসে দ্রুততম দলীয় ৫০, ১০০, ১৫০, ২০০, ২৫০—সব রেকর্ড এখন ভারতের দখলে।

> ৮.২২, ভারতের ইনিংসে ওভারপ্রতি রান। টেস্ট ইতিহাসে পূর্ণাঙ্গ ইনিংসে যা সর্বোচ্চ।

> যেকোনো উইকেটে ৫০ ছাড়ানো জুটিতে রোহিত-যশস্বীর জুটিই এখন দ্রুততম। উদ্বোধনী জুটিতে দুজন মিলে করেন ২৩ বলে ৫৫ রান, রান রেট ১৪.৩৪।

> নিজেদের ইনিংসে আজ ১১টি ছক্কা মেরেছে ভারত। এর মধ্য দিয়ে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ছক্কা (৯৬*) হাঁকানোর কীর্তি গড়েছে ভারত।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম