Logo
Logo
×

খেলা

অশ্বিনের ঘূর্ণিতে ধরাশয়ী সাকিব, বিপদে বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৪ পিএম

অশ্বিনের ঘূর্ণিতে ধরাশয়ী সাকিব, বিপদে বাংলাদেশ

মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্টে মাঠে নামা না হলে, কানপুরেই সাকিব আল হাসানের ক্যারিয়ারের ‘শেষ টেস্ট’ হিসেবে ভাবা হচ্ছে। কিন্তু প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে আলো ছড়াতে পারলেন না এই তারকা অলরাউন্ডার।  

সাকিব ব্যাটিংয়ে আসার পর দুদিক থেকেই স্পিন আক্রমণ সাজান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। জাদেজার সঙ্গে জুটি বাঁধেন অশ্বিন। আর তাতে ফল পেলেন দ্রুত। 

৫৬ তম ওভারে অশ্বিনের বিপক্ষে তুলে মারতে গিয়ে মিড অফে সিরাজের হাতে ধরা পড়েছেন সাকিব। আগের বলেই ইনসাইড আউট শটে চার মেরেছিলেন সাকিব। কিন্তু শট খেলার প্রবণতার কারণে উইকেট বিলিয়ে দিলেন তিনি। আর তাতে ৬ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ।  আউট হওয়ার আগে সাকিব করেছেন ২ চারের সাহায্যে ১৭ বলে ৯ রান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৬ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৭০ রান। সফরকারীদের হয়ে একাই লড়ছেন মুমিনুল হক। ব্যক্তিগত ৭৫ রানে অপরাজিত আছেন মুমিনুল।  নতুন ব্যাটার হিসেবে ক্রিজে এসেছেন মেহেদি হাসান মিরাজ।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম